v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-06 16:56:45    
৩০ অক্টোবর--৬ নভেম্বর, ২০০৬

cri
চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলন শেষ

চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলন ৪ নভেম্বর সকালে পেইচিংয়ে শুরু হয়েছে । চীনের প্রেসিডেন্ট হুচিনথাও , ফোরামের অভিন্ন চেয়ারম্যান রাষ্ট্র ইথিউপিয়ার প্রধানমন্ত্রী মেলেস জানাওভী সহ আফ্রিকার ৪৮টি দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান বা তাদের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । প্রেসিডেন্ট হুচিনথাও ফোরামের অভিন্ন চেয়ারম্যান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন । মেলেস জানাওভী এবং আফ্রিকা ইউনিয়নের পালাক্রমিক চেয়ারম্যান, ব্রাজাভিলকোংগোর প্রেসিডেন্ট ডেনিস সাস্সোনুয়েসো পৃথকপৃথকভাবে ভাষণ দিয়েছেন ।

চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলন ৫ নভেম্বর শেষ হয়েছে ।সম্মেলনে "চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম চীন শীর্ষ সম্মেলন ঘোষণা" গৃহিত হয়েছে এবং ঘোষণা করা হয়েছে যে , চীন-আফ্রিকা নতুন ধরনের কৌশলগত অংশীদারী সম্পর্ক স্থাপন করবে ।

ঘোষণায় বলা হয়েছে , পারস্পরিক রাজনৈতিক আস্থা , পারস্পরিক উপকারিতামূলক অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক আদান-প্রদানের ভিত্তিতে চীন ও আফ্রিকা নতুন ধরনের কৌশলগত অংশীদারী সম্পর্ক স্থাপন করবে । এর জন্য দু'পক্ষ ৭টি ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নিয়েছে । রাজনৈতিক আস্থা এবং সাংস্কৃতিক যোগাযোগ জোরদার করা ছাড়া পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা করতে হবে এবং দু'দেশের মৈত্রী ও অভিন্ন স্বার্থের জন্য সঠিকভাবে সমস্যার সমাধান করতে হবে ।

চীন-আসিয়ান উদযাপনী শীর্ষ সম্মেলনে গুরুত্বপূর্ণ ফলাফল অর্জিত

চীন-আসিয়ান সংলাপ সম্পর্ক প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকী উদযাপনী শীর্ষ সম্মেলন ৩০ নভেম্বর চীনের গুয়াংযৌর নাননিং শহরে শেষ হয়েছে। এ শীর্ষ সম্মেলনে অংশ গ্রহণকারী চীন ও আসিয়ান দেশগুলোর নেতারা যৌথভাবে দেশী-বিদেশী সংবাদদাতাদের সঙ্গে সাক্ষাত করেছেন। দু'পক্ষের নেতারা মনে করেন, এবারের শীর্ষ সম্মেলনে গুরুত্বপূর্ণ ফলাফল অর্জিত হয়েছে। দু'পক্ষের নেতারা মনে করেন, আসিয়ানের সঙ্গে চীনের অংশীদারী সর্ম্পক এবং দু'পক্ষের আদান-প্রদান আরও জোরদার করতে হবে। এবারের শীর্ষ সম্মেলনে চীন ও আসিয়ান দেশগুলোর নেতারা অভিন্ন স্বার্থ সংশ্লিষ্টআন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। চলতি বছরের শেষ দিকে ফিলিপাইনে পূর্ব এশিয়ার নেতাদের ধারাবাহিক সম্মেলনের আয়োজনএবং কোরীয় উপ-দ্বীপ পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চলে পরিণত করার ব্যাপারে দু'পক্ষের মধ্যে মতৈক্য অর্জিত হয়েছে।

শীতকালে ছিংহাই-তিব্বত রেলপথের পরিবহণ সুনিশ্চিত করার জন্যে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে

৩১ অক্টোবর চীনের রেল মন্ত্রণালয়ের একটি সূত্রে বলা হয়েছে, শীতকালে ছিংহাই-তিব্বত রেলপথের পরিবহণ সুনিশ্চিত করার জন্যে চীনের রেল মন্ত্রণালয় ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে। জানা গেছে, শীতকাল এগিয়ে আসার সঙ্গে সঙ্গে চীনের সংশ্লিষ্ট বিভাগ রেল লাইনে পরীক্ষা জোরদার করেছে।

উল্লেখ্য, গত ১ জুলাই ছিংহাই-তিব্বত রেললাইন আনুষ্ঠানিকভাবে চালু হয়। এখন পর্যন্ত ১২০ দিনেরও বেশী সময়ের জন্যে রেল পরিবহণ নির্বিঘ্নে চলেছে।

পেইচিং থেকে নয়া দিল্লী পর্যন্ত চীনের আন্তর্জাতিক নতুন বিমান লাইন চালু

চীনের আন্তর্জাতিক বিমান সংস্থা ৩০ অক্টোবর পেইচিং থেকে নয়া দিল্লী পর্যন্ত তার নতুন বিমান লাইন চালু করেছে।

পেইচিং থেকে নয়া দিল্লী পর্যন্ত নতুন বিমান লাইন সোমবার , বুধবার এবং শনিবার পেইচিং ত্যাগ করবে এবং মঙ্গলবার, বিষ্যুদবার এবং রবিবার পেইচিংয়ে ফিরে আসবে। এই লাইনের প্রধান যাত্রী হচ্ছেন সরকারী কর্মচারী ব্যবসা -বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ পর্যটকরা দিল্লী হয়ে আবার দক্ষিণ আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া এবং মধ্যপ্রাচ্যে যাওয়ার যাত্রী। জানা গেছে, এই লাইন দু'দেশের বিমান বাজার উন্নয়নের চাহিদা আরো ভালোভাবে মেটাতে পারবে।

孟加拉局势

২৯ অক্টোবর বাংলাদেশের প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে শপথগ্রহণ করেছেন ।

এদিন বিকেলে তিনি বাংলাদেশের ৪টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার প্রার্থী নিয়ে আলোচনা করেছেন ,কিন্তু ঐকমত্যে পিঁছাতে পারেন নি । এ জন্য তিনি সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন ।

৩০ অক্টোবর জাতিসংঘের মহাসচিব কফি আনান তাঁর বিবৃতিতে বাংলাদেশের পরিস্থিতির ওপর তার গভীর দৃষ্টি রয়েছে বলে জানিয়েছে ।

বিবৃতিতে বাংলাদেশের বিভিন্ন দলের প্রতি প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়ার পর মিলিত প্রচেষ্টা ও সক্রিয় পরামর্শের মাধ্যমে রাষ্ট্র ও গণতন্ত্রের অভিন্ন স্বার্থের জন্য বর্তমান সংকট সমাধান করবে ।

পাকিস্তানে ডেঙ্গুতে ২৭জন নিহত

২৯ অক্টোবর পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, অক্টোবর থেকে পাকিস্তানে এ পর্যন্ত ৫৯৬ লোক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এরমধ্যে ২৭জন মারা গেছে।

পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী সৈয়দ আনওয়ার মেহমুদ ইসলামাবাদে বলেছেন, দক্ষিণ পাকিস্তানের সিনধু প্রদেশের পরিস্থিতি খুবই গুরুতর। এ প্রদেশের রাজধানী করাচিতে ৫১২জন লোক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এর মধ্যে এতে ২৭জন মারা গেছে।

বর্তমানে সংশ্লিষ্ট সংস্থা সারা দেশে ডেঙ্গুর প্রতিকার সংক্রান্ত প্রচার অভিযান চালাচ্ছে, যাতে নাগরিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ডেঙ্গু প্রতিকার করার উত্সাহ দেয়া যায়।

নেপালের সরকার বিরোধী দল আরেকবার একপক্ষীয় যুদ্ধবিরতির সময় ৩ মাস বাড়াবে

২৯ অক্টোবর নেপালের সরকার বিরোধী দল ঘোষণা করেছে যে, সারাদেশে একপক্ষীয় যুদ্ধবিরতির সময় আরো ৩ মাস বাড়াবে ,যাতে দেশের শান্তি বাস্তবায়নের পরিস্থিতি সৃষ্টি করা যায় ।

সরকার বিরোধী দলের নেতা প্রাচন্দা কাঠমুণ্ডুতে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধবিরতির সময় বাড়ানোর উদ্দেশ্য হল জনগণের শান্তির ইচ্ছের সঙ্গে সহমর্মিত প্রকাশ করা এবং বর্তমান শান্তিপূর্ণ বৈঠকে সাফল্য অর্জন করা আর সবশেষে সংবিধান প্রণয়ন সম্মেলনের নির্বাচন আয়োজনের জন্য সুষ্ঠু পরিস্থিতির সৃষ্টি করা ।

তিনি আরো বলেছেন, সাতটি পার্টি সরকার বিরোধী দলের সঙ্গে অনুষ্ঠানরত শান্তিপূর্ণ বৈঠকে ইতিবাচক অগ্রগতি অর্জন হয়েছে । তিনি বিশ্বাস করেন বৈঠকটি বিরাট সাফল্য অর্জন করবে ।

২৯ অক্টোবর শ্রীলংকা সরকার এবং এল.টি.টি.ই সংস্থার মধ্যে শান্তিপূর্ণ বৈঠক জেনিভায় শেষ হয়েছে ,বৈঠকে কোনো সাফল্য অর্জিত হয় নি ।

শ্রীলংকার শান্তিপূর্ণ প্রক্রিয়ার উদ্যোক্তা নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এরিক সোলহেইম বৈঠকের পর বলেছেন, বৈঠকে দু'পক্ষ মানবিক সমস্যা নিয়ে কোনো চুক্তি স্বাক্ষর করে নি এবং নতুন বৈঠকের আয়োজনের সময় নিয়েও উভয় পক্ষ একমত হয় নি । কিন্তু দু'পক্ষ ২০০২ সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুসরণ করতে ইচ্ছুক এবং নতুন সামরিক অভিযান না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে । তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় আশা করে দু'পক্ষ সংযম বজায় রাখবে এবং নিজেদের প্রতিশ্রুতি অনুসরণ করবে ।

২ নভেম্বর শ্রীলংকার সামরিক বাহিনী জানিয়েছে , শ্রীলংকার বিমান বাহিনী এ দিন উত্তরাঞ্চলেসরকার বিরোধী এল টি টি ইর দুটি লক্ষ্যবস্তুর উপর বিমান হামলা চালিয়েছে , এতে কমপক্ষে পাঁচজন নিরীহ লোক নিহত হয়েছে ।

যুক্তরাষ্ট্র আশা করে ছ'পক্ষীয় বৈঠক সফল হবে

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র সীন ম্যাককরম্যাক ২ নভেম্বর এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র আশা করে অনুষ্ঠিতব্য ছ'পক্ষীয় বৈঠক সফল হবে ।

এর পাশা পাশি তিনি ঘোষণা করেছেন, রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নস এবং সামরিক নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী বরাট জোসেফ আগামী সপ্তাহে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ,যাতে ছ'পক্ষীয় বৈঠক আবার শুরু করতে প্রয়োজনীয় শর্ত ও পরিবেশ সৃষ্টি করা যায় ।

রাশিয়া ইইউ'র খসড়া প্রস্তাব সংশোধন করেছে

৩ নভেম্বর ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত রাশিয়ার নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানীর কাছে বিতরণ করেছে। এবং ইরানের ওপর শাস্তি আরোপ সংক্রান্ত ইইউ'র খসড়া প্রস্তাবের কিছু কিছু অংশ সংশোধন করেছে।

জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভিটালি ছুর্কিন জাতিসংঘের পাঁচটি স্থায়ী প্রতিনিধিদেশের প্রতিনিধিদের রূদ্ধ দ্বার বৈঠকের পর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইইউ'র খসড়া প্রস্তাবে রাশিয়া 'বেশ কিছু সংশোধন করেছে'। রাশিয়া সাহায্যে ইরানের বুশে পরমাণু বিদ্যুত্ কেন্দ্র নির্মাণের সঙ্গে অস্ত্রের বিস্তার সংক্রান্ত কোনো সম্পর্ক নেই। সুতরাং রাশিয়া খসড়া প্রস্তাবে উল্লিখিত সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাদ দিয়েছে। তিনি বলেছেন, এ সম্পর্কিত আলোচনা অব্যাহতভাবে চলবে। তিনি জোর দিয়ে বলেছেন, নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব আন্তর্জাতিক সম্প্রদায়ের ইরানের সঙ্গে অব্যাহতভাবে আলোচনার জন্য অনুকূল।

সাদ্দামের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষিত

ইরাকের হাই কোর্ট ৫ নভেম্বর দুজাইল গ্রামের হত্যাকান্ড সংক্রান্ত মামলায় সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ও তার ৭জন উর্ধতন সহকারীর বিরুদ্ধে এক রায়ে মানব জাতি বিরোধী অপরাধে সাদ্দামকে ফাঁসি দেয়ার কথা ঘোষণা করেছে ।

একই সময় মুখ্য বিচারপতি রাউফ আবদেল রহমান ঘোষণা করেন , সাদ্দামের ভাই বারজান ইব্রাহিম ও প্রাক্তন প্রধান বিচারপতি হামেদ আল বান্দারকেও ফাঁসি দেয়া হবে , প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তাহা ইয়াসিন রামাদানকে আজীবন কারাদন্ড দেয়া হবে এবং অন্য তিনজনকে ১৫ বছরের কারাদন্ড দেয়া হবে । যথেষ্ট প্রমাণ না থাকায় আরেকজনকে নিরপরাধ বলে রায় দেয়া হয়েছে ।

বিশ্ব আবহাওয়া সংস্থা: বাতাসে উষ্ণালয়ের বায়ুর ঘনত্ব সর্বোচ্চ রেকর্ড সৃস্টি করেছে

বিশ্ব আবহাওয়া সংস্থার একজন বিশেষজ্ঞ গত শুক্রবার জেনিভায় বলেছেন , ২০০৫ সালে পৃথিবীর বাতাসে উষ্ণালয়ের ঘনত্বইতিহাসের সর্বোচ্চ রেকর্ড সৃস্টি করেছে । আবহাওয়া বিশেষজ্ঞ গিয়ের ব্রাথেন এক সংবাদ সম্মেলনে বলেছেন , ২০০৫ সালে বাতাসে উষ্ণালয়ের প্রধান বায়ু কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেন মনোক্সাইডের ঘনত্ব পৃথক পৃথকভাবে ৩৭৯.১ দশ লক্ষাংশ এবং ৩১৯.২ বিলিয়নাংশ । এ দুটোই নতুন রেকর্ড স্থাপন করেছে । এ প্রবণতা অব্যাহত থাকবে । ব্রাথেন বলেছেন , এখন দেখা যাচ্ছে , উষ্ণালয়ের বায়ু সীমিত রাখার জন্যে " কিওটো প্রটোকল" যথেষ্ট নয় । বাতাসে থাকা উষ্ণালয়ের বায়ুর ঘনত্বকে এখনকার মানে স্থিতিশীল রাখার জন্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে ।