দ্বিতীয় বিশ্ব ইসলামী অর্থনীতি ফোরাম ৫ নভেম্বর ইসলামাবাদে শুরু হয়েছে। ৫৭টি দেশের প্রায় ৫শোজন প্রতিনিধি এবারের ফোরামে অংশ নিচ্ছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাওকট আজিজ উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, ইসলামী বিশ্ব বর্তমানে বহু চ্যালেঞ্জের সম্মুখীন। এসব চ্যালেঞ্জ ইসলামী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের পথ বাধা। ইসলামী দেশগুলোর উচিত পারষ্পরিক সমঝোতা ও সহযোগিতা চালানো , যাতে ইসলামী বিশ্বের অর্থনৈতিক উন্নয়ন করা যায়।
তিন দিনব্যাপী ফোরামের প্রতিপাদ্য হল 'অন্তর্নিহিত বাজার ও আন্তঃব্দেশীয় বাণিজ্য উন্নয়ন করা'। ফোরামে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা দেয়া হবে, যাতে অংশগ্রহণকারীদেরকে বাণিজ্য ও পুঁজিবিনিয়োগের সুযোগ করা এবং বিভিন্ন দেশের শিল্পপতিদের মধ্যে বিনিময় জোরদার করা যায়।
|