সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সিনচিয়াং উইগুরস্বায়ত্তশাসিত অঞ্চলকে সংক্ষেপ সিনচিয়াং বলা হয়। সিনচিয়াং চীনের উত্তর পশ্চিম এবং ইউরোপ-এশিয়া মহাদেশের কেন্দ্রস্থলে অবস্থিত । সিনচিয়াংয়ের আয়তন ১৬ লক্ষ ৬০ হাজার বর্গকিলোমিটার । আয়তনের দিক থেকে সিনচিয়াং চীনের এক বৃহত্তম প্রদেশ । সাম্প্রতিক বছরে সিনচিয়াং শিল্পপ্রতিষ্ঠান প্রযুক্তি নিয়ে দ্রুতভাবে উন্নয়ন করা হয়েছে। আজকের " বিজ্ঞান ও জীবন" অনুষ্ঠানে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো:
বর্তমানে সিনচিয়াংয়ের শিল্প-অর্থনীতি দ্রুতভাবে বৃদ্ধি হয়ে ইস্পাত ও লৌহ , কয়লা, তেল , যন্ত্রপাতি, রসায়ন, নির্মাণ-উপকরণ, বস্ত্রবয়ন, চিনি তৈরী, কাগজ তৈরী , চামড়া, সিগারেটসহ বহুজাতের এক পরিপূর্ণ শিল্প-ব্যবস্থায় পরিনত হয়েছে । আঞ্চলিক সম্পদের প্রাধান্য কাজে লাগানোর মাধ্যমে সিনচিয়াংয়ের বৈশিষ্ট্যসম্পন্ন কিছু দ্রব্য ও প্রাধান্যসম্পন্ন শিল্প উন্নয়ন করেছে । এখন সিনচিয়াংয়ে প্রায় ৬০ হাজারটি নানা ধরনের শিল্পপ্রতিষ্ঠান আছে । এগুলো তেল , কয়লা, ধাতুঢালাই, বিদ্যুত, বস্ত্রবয়ন, রসায়ন , যন্ত্রপাতি, নির্মাণ উপকরন ও খাদ্যের সঙ্গে জড়িত প্রায় ২০০০ ধরনের দ্রব্য তৈরী করে ।
২০০৪ সালে সিনচিয়াং থে বিয়ান বিদ্যুত লিমিটেড কম্পানি মোট ৫ বিলিয়ন ইউয়ান লাভ পেয়েছে। তা হলো চীনের সর্বোচ্চ রূপান্তরকারী তৈরী করার শিল্পপ্রতিষ্ঠান। অনেক লোকেরা এর ভেতরের গল্প হয়তো জানে না, এ কম্পানি আসরে একটি খুবই ছোট শিল্পপ্রতিষ্ঠান থেকে উন্নয়ন করা হয়েছে। সিনচিয়াং থে বিয়ান বিদ্যুত লিমিটেড কম্পানির প্রধান চাং সিন সংবাদদাতাকে বলেছেন যে, এ কম্পানির শুরু দিকে একটি খুবই ছোট রূপান্তরকারী কারখানা ছিলো । তার বার্ষিক আয়ের পরিমাণ শুধু ২ লাখ ইউয়ান এবং ঋণ মোট ৭ লাখেরও বেশি । এ সমস্যা সমাধানের জন্যে সিনচিয়াং থে বিয়ান বিদ্যুত লিমিটেড কম্পানি বিজ্ঞান ও প্রযুক্তি, পণ্যের প্রতিদ্বন্দ্বিতা শক্তি সম্বন্ধে গুরুত্ব বিষয় হিসেবে অনেক সংস্কার করেছে। তিনি বলেন:
"আগে আমাদের রূপান্তরকারী প্রত্যেকটা শুধু ১৫ ইউয়ান দাম, এখন প্রত্যেকটা মোট ৫ কোটি মার্কিন ডলার হয়েছে। এর অনেক অনেক পরিবর্তন করা হয়েছে। আমাদের প্রধান পণ্য দেশের গুরুত্বপূর্ণ প্রকল্পনার খাতে ব্যবহার করে। বর্তমানে চীনের বাজারে মোট ২০ শতাংশ হয়েছে। প্রতিপক্ষের মধ্যে প্রথম হয় বলে দেশের উচ্চ প্রযুক্তি পর্যায়ের বাজারে দাঁড়িয়েছে।"
তিনি আরো বলেছেন, সিনচিয়াং থে বিয়ান বিদ্যুত লিমিটেড কম্পানির অনেক পণ্য বিশ্বের ৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে বিক্রয় করা হয়েছে। এখন সিনচিয়াং থে বিয়ান বিদ্যুত লিমিটেড কম্পানি একটি বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান উন্নয়ন করা হয়েছে। তার কর্মীদের সংখ্যা মোট ১০ হাজারেরও বেশী এবং বাণিজ্য পরিমাণ মোট ৮ বিলিয়ন ইউয়ান হয়েছে।
এগুলো সাফল্য দেখে সিনচিয়াং থে বিয়ান বিদ্যুত লিমিটেড কম্পানির ব্যবস্থাপনা কর্মীরা বোধ করেননি। চাং সিন আরো সংবাদদাতাকে বলেছেন যে, সাম্প্রতিক বছরে এ কম্পানি বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রে বেশি পুঁজিবিনিয়োগ করেছে। তিনি বলেন:
" ২০০৪ সালে বৈজ্ঞানিক ক্ষেত্রে পুঁজিবিনিয়োগ আয়ের মধ্যে প্রায় ৪.৭ শতাংশ হয়েছে। প্রায় ৩০ কোটি ইউয়ান লাভ পেয়েছে। আমাদের বিশেষ বৈজ্ঞানিক খাত মোট ১০০টিরও বেশী অর্জিত হয়েছে। এখন আমরা আরো বৈজ্ঞানিক ক্ষেত্রে পুঁজিবিনিয়োগ করতে জোরদার করবো।"
সিনচিয়াং থে বিয়ান বিদ্যুত লিমিটেড কম্পানি ছাড়া, সিনচিয়াংয়ে আরো অনেক এর মতো কম্পানি আছে। সিনচিয়াং জুংহে লিমিটেড কম্পানিও একটি এলুমিনিয়াম তৈরী করার বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান। তাদের ৫০ বছরের ইতিহাস আছে। এ কম্পানির প্রধান ইয়াং বো সংবাদদাতাকে বলেন:
" এখন আমাদের এলুমিনিয়াম পরিমাণের সংখ্যা বাজারের ৮০ শতাংশ হয়েছে। ২০০৪ সাল থেকে আমাদের পণ্য জাপান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু কিছু দেশে বিক্রয় করা হয়েছে।"
সিনচিয়াংয়ের উত্পন্নদ্রব্যসম্পদ অত্যন্ত প্রচুর , সিনচিয়াংয়ের কয়লা আর তেলের মজুদ পরিমান উভয়ই চীনের মোট মজুদ পরিমানের এক-তৃতীয়াংশ । এছাড়া চীনের প্রাকৃতিক গ্যাসের মজুদ পরিমানও সমৃদ্ধিশালী । সিনচিয়াং ইতিমধ্যে উত্তর-পশ্চিম চীনের বৃহত্তম তেল-ক্ষেত্র ও উত্তম উজ্জ্বল সম্ভাবনাসম্পন্ন স্থলভাগে তেল পরিমাপ করার এক পশ্চাদ অঞ্চলে পরিনত হয়েছে । অনুমান অনুযায়ী মোট আয়তন ৭ লক্ষ ৪০ হাজার বর্গকিলোমিটারের সিনচিয়াং তেল-ক্ষেত্রে ২০৮০কোটি টন তেল সম্পদ আর ১০ট্রিলিন ঘনমিটারের প্রাকৃতিক গ্যাস সম্পদ মজুদ আছে । এটা চীনের স্থলভাগের তেল-সম্পদের মোট পরিমানের ৩০ শতাংশ । একে দেশী-বিদেশী বিশেষজ্ঞরা চীনের তৈল-শিল্পের আশার সমুদ্র বলে ডাকেন ।
সিনচিয়াংয়ের কয়লা সম্পদের মোট মজুদ পরিমান ২০০০০০ কোটি টনের বেশী । এটা গোটা চীনের মজুদ পরিমানের ৪০ শতাংশ হয়ে গোটা দেশে প্রথম স্থান অধিকার করেছে । তাবান ছেন শহরের বায়ু শক্তি চালিত পরীক্ষামূলক বিদ্যুত উত্পাদন কারখানা চীনের বৃহত্তম বায়ুশক্তি চালিত বিদ্যুত উত্পাদন কারখানা ।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের ' বিজ্ঞান ও জীবন' এখানেই শেষ করছি, আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা 'বিজ্ঞান ও জীবন' অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করবে। হ্যাঁ, শ্রোতাবন্ধুরা , তাহলে পরবর্তি আসরে আবার কথা হবে।
|