 ইরাকের হাই কোর্ট ৫ নভেম্বর দুজাইল গ্রামের হত্যাকান্ড সংক্রান্ত মামলায় সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ও তার ৭জন উর্ধতন সহকারীর বিরুদ্ধে এক রায়ে মানব জাতি বিরোধী অপরাধে সাদ্দামকে ফাঁসি দেয়ার কথা ঘোষণা করেছে ।
একই সময় মুখ্য বিচারপতি রাউফ আবদেল রহমান ঘোষণা করেন , সাদ্দামের ভাই বারজান ইব্রাহিম ও প্রাক্তন প্রধান বিচারপতি হামেদ আল বান্দারকেও ফাঁসি দেয়া হবে , প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তাহা ইয়াসিন রামাদানকে আজীবন কারাদন্ড দেয়া হবে এবং অন্য তিনজনকে ১৫ বছরের কারাদন্ড দেয়া হবে । যথেষ্ট প্রমাণ না থাকায় আরেকজনকে নিরপরাধ বলে রায় দেয়া হয়েছে ।
উল্লেখ্য যে, ১৯৮২ সালের জুলাই মাসে সাদ্দামের যানবহর দুজাইল গ্রামে আকস্মিক আক্রমণের শিকার হয় । আক্রমণে সাদ্দাম মৃত্যুর হাত থেকে রেহাই পান । আক্রমণের পর ইরাকের নিরাপত্তা বাহিনী এ গ্রামের ১৪৮জন শিয়াপন্থী মুসলমানকে হত্যা করে । সাদ্দাম ও তার সরকারের ৭জন উর্ধতন কর্মকর্তার বিরুদ্ধে এ হত্যাকান্ড চালানোর পরিকল্পনা প্রণয়ন করার অভিযোগ আনা হয়েছে ।
|