চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলন ৫ নভেম্বর শেষ হয়েছে । সম্মেলনে "চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম চীন শীর্ষ সম্মেলন ঘোষণা" গৃহিত হয়েছে এবং ঘোষণা করা হয়েছে যে , চীন-আফ্রিকা নতুন ধরনের কৌশলগত অংশীদারী সম্পর্ক স্থাপন করবে ।
চীনের প্রেসিডেন্ট হু চিন থাও , যৌথ চেয়ারম্যান দেশ ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মেলেস জেনাভি ও চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পররবর্তী মন্ত্রী সম্মেলনের সভাপতি দেশ মিসরের প্রেসিডেন্ট হুসনী মুবারাক যৌথভাবে ঘোষণা করেছেন ।
ঘোষণায় বলা হয়েছে , পারস্পরিক রাজনৈতিক আস্থা , পারস্পরিক উপকারিতামূলক অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক আদান-প্রদানের ভিত্তিতে চীন ও আফ্রিকা নতুন ধরনের কৌশলগত অংশীদারী সম্পর্ক স্থাপন করবে । এর জন্য দু'পক্ষ ৭টি ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নিয়েছে । রাজনৈতিক আস্থা এবং সাংস্কৃতিক যোগাযোগ জোরদার করা ছাড়া পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা করতে হবে এবং দু'দেশের মৈত্রী ও অভিন্ন স্বার্থের জন্য সঠিকভাবে সমস্যার সমাধান করতে হবে ।
ঘোষণায় জোর দিয়ে বলা হয়েছে , নতুন পরিস্থিতিতে চীন ও আফ্রিকার উন্নয়নের লক্ষ্য একই এবং সহযোগিতার ভবিষ্যত উজ্জ্বল । ঐতিহ্যিক মৈত্রী বাড়ানো এবং সহযোগিতা সম্প্রসারণ করা হল নতুন শতাব্দীতে যৌথ উন্নয়ন ও সমৃদ্ধির প্রয়োজনীয় উপায় ।
|