নানচিং শহরে অনুষ্ঠিত চীনের গাড়ি শিল্প উন্নয়নের পঞ্চম বার্ষিক শীর্ষ সম্মেলনসূত্রে জানা গেছে , বর্তমানেচীনে ব্যক্তিগত গাড়ির পরিমাণ গাড়ির মোট পরিমানের ৬০ শতাংশে দাঁড়িয়েছে ।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন যে , ২০০৫ সালে চীনের মাথা পিছু জিডিপি ১ হাজার ৭০০ মার্কিন ডলার ছাড়িয়েছে । কিছু কিছু শহর ও এলাকায় এখন মাথাপিছু জিডিপি ৩ হাজার মার্কিন ডলারের বেশি । চীন মোটামুটি গাড়ির ভূবনে প্রবেশ করেছে । আগামী দিনগুলোয় চীনে ব্যক্তিগত গাড়িকে আরও প্রধান্য দেয়া হবে ।
জানা গেছে , বিংশশতাব্দীর ৯০ দশকের পর চীনে ব্যক্তিগত গাড়ির পরিমান বছরে ২০-৩০ শতাংশ হারে বেড়ে গেছে । ২০০৫ সালে চীনে ব্যক্তিগত গাড়ির পরিমাণ প্রায় দেড় কোটি ছিল ।
|