লস এ্যাঞ্জেলস টাইমসের ৪ নভেম্বরের এক খবরে প্রকাশ, গণতান্ত্রিক পার্টি মার্কিন মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী হলে, বুশ সরকারের ওপর চাপ সৃষ্টি করে তার নীতির 'পুনর্বিন্যাসে' বাধ্য করবে।
খবরে বলা হয়েছে, গণতান্ত্রিক পার্টি সিনেট অথবা প্রতিনিধি পরিষদ নিয়ন্ত্রণ হোক না কেনো, গণতান্ত্রিক পার্টির সদস্যরা দেশে বুশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ বাঁধানোর বিষয়টির তদন্ত করবে।
একজন নাম প্রকাশে অনুচ্ছক রিপাবলিকান পার্টির সদস্যের কথা উদ্ধৃত করে আরেকটি খবরে বলা হয়েছে, গণতান্ত্রিক পার্টি বিজয়ী হলে এটা পরিস্কার হয়ে যাবে যে, মার্কিন ভোটাররা মার্কিন সরকারের বর্তমান ইরাক নীতির প্রতি খুবই অসন্তুষ্ট।
|