ইউনেস্কো গত শুক্রবার ২০০৬ সালের আন্তর্জাতিক নিরক্ষরতা-দূরীকরণ পুরস্কার চীনের ইয়ুন নান প্রদেশকে প্রদান করেছে । কারণ ইয়ুন নান প্রদেশ ১৯৯০ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এ প্রদেশের তরুণ ও প্রৌড়দের নিরক্ষরতার হার ২৩.৯ শতাংশ থেকে ৫ শতাংশের নীচে কমিয়ে আনতে সক্ষম হয়েছে ।
এ পুরস্কার গ্রহণের পর ইয়ুন নান প্রদেশের শিক্ষা বিভাগের মহাপরিচালক হো থিয়ান ছুন সাংবাদিকদের বলেছেন , এ পুরস্কার পাওয়া যেমন তাদের গৌরব , তেমনি অনুপ্রেরণা । তিনি বলেছেন , ইয়ুন নান প্রদেশে বহু জাতির লোকজন বসবাস করেন । এ প্রদেশের অর্থনীতি আপেক্ষিকভাবে কিছুটা পিছিয়ে রয়েছে । নিরক্ষরতা দূরীকরণের মাধ্যমে জনগণের বেঁচে থাকার সামর্থ্য বাড়ানো এবং তাদের জীবনের অবস্থা উন্নত করার উদ্যোগইয়ুন নান প্রদেশের উন্নয়নের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
তিনি আশা প্রকাশ করে বলেছেন , সাফল্য সুসংহত করার লক্ষ্যে ২০১০ সাল নাগাদ এই প্রদেশের তরুণ ও প্রৌড়দের নিরক্ষরতার হার ৩ শতাংশে কমিয়ে আনা হবে এবং ২০১৫ সাল নাগাদ পুরোপুরিভাবেই নিরক্ষরতা দূর করা হবে ।
|