বর্তমানে চীনের পেইচিং ও থিয়ানচিনের মধ্যে প্রথম এক্সপ্রেস রেল পথ জরুরী ভিত্তিতে নির্মাণ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে যে, ২০০৮ সালের আগস্ট মাসে তা আনুষ্ঠানিকভাবে চালু করা সম্ভব হবে। ফলে পেইচিং থেকে থিয়ানচিনে ৩০ মিনিটেই সরাসরিভাবে পৌঁছানো যাবে।
পেইচিং--থিয়ানচিন শহর রেল পথ মোট ১১৫ কিলোমিটার দীর্ষ। জানা গেছে, থিয়ানচিন স্টেশনের কবজা প্রকল্প চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে। বর্তমানে পেইচিং অংশের প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে চলছে।
|