২০০৬ সালে এশিয়ায় ইইউ'র পুঁজি বিনিয়োগ ফোরাম আগামী ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত চীনের সি ছুয়ান প্রদেশের রাজধানী ছেং তুতে অনুষ্ঠিত হবে । ফোরামে এশিয়ায় ইইউ'র নতুন কৌশলগত দিক ও নীতি এবং এশিয়ায় ইইউ'র ভূমিকা নিয়ে আলোচনা হবে ।
চীনের ইইউ বাণিজ্য সমিতির তথ্য কর্মকর্তা ইয়াং ছেন গত শুক্রবার জানিয়েছেন , ইইউ কমিটি এখন ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত কৌশলগত দিক ও ভবিষ্যত আর্থিক সম্ভাবনা সক্রান্ত এশীয় অঞ্চলের কৌশল প্রণয়ন করছে ।
জানা গেছে , ফোরামের আলোচ্যসূচীতে বলা হয়েছে , ইউরোপ ও এশিয়ার মধ্যে মজবুত সহযোগিতা ব্যবস্থা চালু করাই হচ্ছে ইইউ'র একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ।
ইউরোপ ও এশিয়ার নব্বইটিরও বেশি ব্যক্তিগত মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক সংস্থা এ ফোরামে অংশ নেবে ।
|