বিপুলমাত্রায় বেড়ে যাওযা অর্থবিনিয়োগ ও ঋণ এবং বৈদেশিক বাণিজ্যে আমদানির চেয়ে রপ্তানির পরিমান বেড়ে যাওয়ায় চীন সরকার সার্বিক নিয়ন্ত্রণ নীতি বাস্তবায়ন করে আগামী বছর অব্যাহতভাবে স্থিতিশীল আর্থিক নীতি ও মুদ্রা নীতি পালন করার সিদ্ধান্ত নিয়েছে ।
৪ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত ২০০৭ সালের চীনা পেশা উন্নয়ন সম্পর্কিত এক সভায় চীনের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী লৌ চিউই এবং চীনা গণ ব্যাংকের উপমহাপরিচালক সুনিং পৃথকপৃথকভাবে আগামী বছরের অর্থনৈতিক নীতি সম্পর্কেব্যাখ্যা করেছেন ।
লৌ চিউই বলেছেন , আগামী বছর অব্যাহতভাবে স্থিতিশীল আর্থিক নীতি পালন করা হবে । উপযুক্তভাবে ঘাটতি কমিয়ে আনা হবে । শিক্ষা, স্বাস্থ্য রক্ষা ও গ্রামাঞ্চলের ক্ষেত্র অপেক্ষাকৃত দুর্বল হওয়ায়, এতে দেয়া অর্থবিনিয়োগ বাড়ানো দরকার বলে ঘাটতি বেশি কমাতে হবে না । সুনিন এও বলেছেন , গণ ব্যাংক অব্যাহতভাবে স্থিতিশীল মুদ্রা নীতি পালন করবে , নীতির ধারাবাহিকতা ও স্থিতিশীলতা এবং স্থিতিশীলঅর্থনীতির বৃদ্ধি বজায় রাখবে ।
|