সেনেগালের প্রেসিডেন্ট আব্দুলা ওয়াদে ৩ নভেম্বর এক সাক্ষাত্কারে বলেছেন, আফ্রিকা আগে কখনো চীন থেকে আসা তথাকথিত হুমকী দেখেনি , ভবিষ্যতেও দেখবে না ।
তিনি বলেছেন , কিছু দিন আগে যখন তিনি ফ্রান্সও যুক্তরাষ্ট্র সফর করেন তখন কেউকেউ বলেছে , চীনের সস্তা পণ্যদ্রব্য আফ্রিকায় অনুপ্রবেশ করে আফ্রিকার অর্থনীতি ধ্বংস করছে যা আফ্রিকার দুর্বল শিল্পের প্রতি হুমকী স্বরূপ হয়ে দাঁড়িয়েছে । তিনি বলেছেন , আমি তথাকথিত চীনের হুমকী কথাটা সমর্থন করি না । আধা শতাব্দীর আগেই কেউ কেউ " চীনের হুমকী তত্ত্বের কথা " বলতো। কিন্তু আফ্রিকা আগে কখনো চীন থেকে আসা তথাকথিত হুমকী দেখেনি , ভবিষ্যতেও দেখবে না । বর্তমানে যারা "চীনের হুমকী তত্ত্ব" প্রচার করছে তাদের উদ্দেশ্য হল নেতিবাচক প্রভাব সৃষ্টি করা । কিন্তু আফ্রিকান জনগণ পরিপক্ক হয়েছেন । তারা ভুল ও নির্ভুলেরপার্থক্য করতে শিখেছেন । আমরা চীনের সঙ্গে সহযোগিতা করতে চাই । কারণ এ ধরণের সহযোগিতা যেমন সহজ তেমনি সাফল্যজনক ।
|