৩ নভেম্বর সন্ধ্যায় তিনদিনব্যাপী ১৬তম ইবেরো-আমেরিকান শীর্ষ সম্মেলন উরুগুয়েয়ের রাজধানী মন্টিভিডিওতে শুরু হয়েছে। ১৬টি স্প্যানিশ ও পর্তুগীজ ভাষাভাষী দেশগুলোর সরকারের শীর্ষ নেতৃবৃন্দ এবারকার সম্মেলনে অংশ নিয়েছেন।
এবারকার সম্মেলনের প্রসঙ্গ হচ্ছে 'অভিবাসী ও উন্নয়ন'। সম্মেলনে গুরুত্বপূর্ণভাবে ল্যাটিন অ্যামেরিকার অভিবাসীদের অধিকারের পাশা পাশি গণতন্ত্র, সরকারী প্রশাসন ও পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রের সমস্যানিয়ে আলোচনা করা হবে। যোগদানকারীরা 'মন্টিভিডিওঘোষণা' স্বাক্ষর করবেন।
জাতিসংঘ মহাসচিব কফি আনান উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়ে বলেছেন,উন্নয়নের ভারসাম্যের অভাব ও দারিদ্র্য সব সময় ল্যাটিন অ্যামেরিকা অঞ্চলের জন্য চ্যালেন্জ স্বরূপ। তিনি যোগদানকারীদের উদ্দেশ্যে যৌক্তিকভাবে অভিবাসী সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন।
স্বাগতিক উরুগুয়েয়ের প্রেসিডেন্ট টাবারে ভাজকুয়েজ বলেছেন, ইবেরো-আমেরিকান দেশগুলোর 'অভিবাসী ও উন্নয়ন'-এর দায়িত্ব পালন করা উচিত। তিনি বলেছেন, এবারকার শীর্ষ সম্মেলন ইবেরো-আমেরিকান দেশগুলোর একীকায়ন উন্নয়নের জন্য ভালো সুযোগ যোগান দেয়া হয়েছে।
|