মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সিন ম্যাকর্ম্যাক ৩ নভেম্বর অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন , মার্কিন প্রেসিডেন্ট বুশ , পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্সা রাইস ও অন্যান্য কর্মকর্তারা বলেছেন , যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা নেই ।
ম্যাকর্ম্যাক বলেছেন , যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই বলেছে যে যুক্তরাষ্ট্র কূটনৈতিক উপায়ে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানের জন্য প্রচেষ্টা চালাবে । ছ'পক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্র একই ধারনা বজায় রেখে বৈঠকে অগ্রগতি অর্জনের জন্যও প্রচেষ্টা চালাবে ।
মার্কিন "ওয়াশিংটন টাইমস পত্রিকা" ৩ নভেম্বর নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে যে , পেন্টাগান আরো দ্রুততার সঙ্গে উত্তর কোরিয়ার পরমাণু যন্ত্রপাতির ওপর সামরিক আঘাত হানার পরিকল্পনা করছে ।
|