চলতি বছরের ৩ নভেম্বর হল জাপানের সংবিধান প্রণয়নের ৬০তম বার্ষিকী । জাপানের কিছু বেসরকারী রাজনৈতিক দল সেদিন সংবিধান সংশোধন বিরোধী সমাবেশ করেছে ।
সেদিন ৯টি দলের প্রায় ৩৬০জন টোকিওর শিবুইয়াকু এলাকায় আয়োজিত এক সমাবেশে অংশ নিয়েছে । অংশগ্রহণকারীরা সংবিধান সংশোধন প্রয়াসীদের বিরুদ্ধে অভিযোগ এনেছে । তারা বলেছে , জাপানের সংবিধানের ৯ নং বিষয় হল , জাপানের যুদ্ধ পরিত্যাগ করতে হবে । সংবিধানের সংশোধন এশিয়ার বিভিন্ন দেশের জনগণকে নিরাপত্তা দিতে পারবে না , তা সামরিক প্রতিযোগিতারও সৃষ্টি করবে ।
শান্তি স্থাপনসহ , মানবাধিকার ও গণতান্ত্রিক চিন্তাধারা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত "৪৩তম সংবিধান রক্ষা সম্মেলন" সেদিন জাপানে শুরু হয়েছে । জাপানের বিভিন্ন অঞ্চলের প্রায় ৪৫০০ জন প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন । সম্মেলনে একজন বিশেষজ্ঞ বলেছেন যে , জাপানে এই মাত্র রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে , এ সময় সংবিধানের প্রতি সকলকে শ্রদ্ধাশীল থাকতে হবে ।
|