চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের তৃতীয় মন্ত্রী পর্যায়ের অধিবেশন ৩রা নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে । চীন ও ৪৮টি আফ্রিকান দেশের পররাষ্ট্রমন্ত্রী, অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী ও প্রতিনিধিরা এই অধিবেশনে অংশ নিয়েছেন । চীনের উপপ্রধান মন্ত্রী উ ই উদ্বোধনী অনুষ্ঠানে এক ভাষণে বলেছেন , চীন ও আফ্রিকার উচিত সংলাপ , পারস্পরিক উপকারিতা , স্থিতিশীল উন্নতি ও সৃজনশীল নীতি অনুসরণ করে নিরন্তরভাবে ফোরাম ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তোলা এবং ফোরামের কাঠামোতে চীন ও আফ্রিকার সহযোগিতা ত্বরান্বিত করা ।
উ ই তার ভাষণে চীন সরকারের পক্ষ থেকে অধিবেশনের আয়োজনের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং চীন ও আফ্রিকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তী ৫০ বছরে উভয় পক্ষের ঐতিহ্যিক বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের প্রাণবন্ত বিকাশের উচ্চ মূল্যায়ন করেছেন । উ ই বলেছেন ,
উভয় পক্ষের উচিত গত ৬ বছরে ফোরাম ব্যবস্থার নির্মাণ ও ফোরাম ব্যবস্থার কাঠামোতে মৈত্রী সহযোগিতার সফল অভিজ্ঞতা নিরন্তরভাবে সারসংকলন করা , একাগ্রচিত্তে ভবিষ্যত সহযোগিতার কার্যক্রম প্রণয়ন করা এবং তা বাস্তবায়ন করা , যাতে ফোরামের মাধ্যমে দু'পক্ষের সার্বিক বন্ধুত্ব উন্নত করা যায় ।
সহযোগিতার পদ্ধতি প্রসঙ্গে উ ই মনে করেন যে , চীন ও আফ্রিকার উচিত সহযোগিতার অন্তর্নিহিত শক্তি অনুসন্ধান করা , দু'পক্ষের সহযোগিতা আরো সম্প্রসারিত করা এবং ফোরাম আন্তর্জাতিক উন্নয়নের সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হওয়ার জন্য উন্মুক্ত ও উদার নীতি পালন করা । উ ই বলেছেন , উভয় পক্ষের উচিত ঘনিষ্ঠ সংলাপ বজায় রাখা , নিরন্তরভাবে নতুন মতৈক্য বাড়ানো , উভয় পক্ষের অভিন্ন স্বার্থ সম্প্রসারিত করা এবং সুষ্ঠুভাবে সহযোগিতার নতুন সমস্যার নিষ্পত্তি করা । যাতে ফোরাম উভয় পক্ষের অভিন্ন স্বার্থ সুরক্ষা করার কার্যকর প্লাটফর্মে পরিণত হয় ।
উ ই বলেছেন , চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষসম্মেলন দু'পক্ষের সম্পর্কের ্ ইতিহাসে একটি নতুন মাইলফলক । এই সম্মেলন দু'পক্ষের বন্ধুত্বকে নতুন পর্যায়ে উন্নীত করবে ।
সংলাপ ও সহযোগিতার ব্যবস্থা হিসেবে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম ২০০০ সালে চীন ও আফ্রিকান দেশগুলোর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় । ফোরামের ব্যবস্থা অনুযায়ী , মন্ত্রী পর্যায়ের অধিবেশন তিন বছরে একবার অনুষ্ঠিত হয় । এবারের অধিবেশন যেমন ফোরামের একটি নিয়মিত অধিবেশন , তেমনি ৪ ও ৫ নভেস্বর পেইচিংয়ে অনুষ্ঠিতব্য শীর্ষসম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে । চীনের পররাষ্ট্র মন্ত্রী লি চাও সিং , বাণিজ্য মন্ত্রী বো সি লাই এবং ফোরামের চেয়ারম্যান দেশ ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রী সেইউম্ আর অর্থ ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী সোফিয়ান অধিবেশনে সভাপতিত্ব করেছেন । লি চাও সিং তার ভাষণে বলেছেন , ফোরামের দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের অধিবেশন শেষ হওয়ার পর থেকে উভয় পক্ষের যৌথ প্রচেষ্টায় রাজনৈতিক আদান প্রদান ও সহযোগিতা আরো জোরদার হয়েছে , অর্থনীতি , সংস্কৃতি ও সমাজের উন্নয়নের ক্ষেত্রে দু'পক্ষের সহযোগিতা সার্বিক ও দ্রুত প্রসারিত হয়েছে এবং ফোরাম ব্যবস্থার নির্মাণকাজ নিরন্তর পূর্ণাঙ্গ করে তোলা হয়েছে । তিনি বলেছেন , এবারের মন্ত্রী পর্যায়ের অধিবেশন পেইচিং শীর্ষ সম্মেলনের সাফল্যের জন্য সুষ্ঠু ভিত্তি স্থাপন করবে ।
৪ নভেম্বর দু'দিনব্যাপী চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষসম্মেলন উদ্বোধন হবে । এটাই চীন ও আফ্রিকার দেশগুলোর নেতৃবৃন্দের একটি ঐতিহাসিক অধিবেশন ।
এবারের মন্ত্রী পর্যায়ের অধিবেশনে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষসম্মেলনের খসড়া ঘোষণা , ২০০৭ থেকে ২০০৯ সালে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম- পেইচিং কার্যক্রমের খসড়া পরিকল্পনা এবং চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনের খসড়া সময়সূচী অনুমোদিত হয়েছে ।
|