চীন পেরুর সঙ্গে সার্বিক সহযোগিতা সম্পর্ক এগিয়ে নিতে ইচ্ছুক
cri
চীন আর পেরুর মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী উপলক্ষ্যে ২ নভেম্বর চীন আর পেরুর নেতারা পরষ্পরকে অভিনন্দন বাণী পাঠিয়েছেন। চীনের প্রেসিডেন্ট হু চিন থাও অভিনন্দন বাণীতে বলেছেন, চীন পেরুর সঙ্গে দু'দেশের সার্বিক সহযোগিতা সম্পর্ক এগিয়ে নিতে ইচ্ছুক। তিনি আরও বলেছেন, গত ৩৫ বছরে দু'দেশের সম্পর্ক সুষ্ঠুভাবে বিকশিত হয়েছে , বিশেষ করে দু'দেশের সার্বিক সহযোগিতার অংশীদারী সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দু'দেশের সম্পর্ক একটি নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। পেরুর প্রেসিডেন্ট আলান গারসিয় পেরেজ অভিনন্দন বাণীতে বলেছেন, পেরু সরকার আন্তরিকভাবে পেরু-চীন সম্পর্ক সম্প্রসারিত করতে চায়।
|
|