v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-03 19:39:02    
তিব্বতে বেশ কয়েকটি স্বচ্ছল গ্রামের উদ্ভব হয়েছে

cri
    ২০০৫ সালের নভেম্বর মাসে তিব্বতের লিনচি জেলার চাতিংকাং গ্রামে দক্ষ গ্রামবাসী নিমার সাহায্যে পিয়ান পা দিন দিন সমৃদ্ধ হয়েছেন । নিমা শহরে বাড়িঘর নির্মাণ প্রকল্পে চাকরি করার জন্য তাকে নিয়ে যেতেন এবং স্বচ্ছ প্লাস্টিকে আবৃত কৃষি জমিতে শাক-সবজি চাষের জন্য তাকে সাহায্য করেছেন । সংবাদদাতা তিব্বতের গ্রামাঞ্চলে সাক্ষাত্কার নেয়ার সময় দেখেছেন , বিপুল সংখ্যক দক্ষ গ্রামবাসী তিব্বতের গ্রামাঞ্চলে দারিদ্র্য বিমোচন ও স্বচ্ছলতা বাস্তবায়নের জন্য অবদান রাখছেন ।

    চাতিংকাং গ্রাম তিব্বতের লিনচি অঞ্চলে অবস্থিত । গ্রামটি পাহাড়ের পাদদেশ ও নদীর ধারে অবস্থিত । পরিবেশ মনোরম । বহু বছর ধরে গ্রাম দরিদ্র ছিল । গ্রামের সর্দার নিমার পরিচালনায় গ্রাম ধীরে ধীরে স্বচ্ছল হয়েছে । ২০০৫ সালে গ্রামে মাথাপিছু গড়পড়তা আয় ১০ হাজার ৮ ইউয়ানে দাঁড়িয়েছে । টেলিভিশন ও বেতার অনুষ্ঠান সম্প্রচারের হার , টেলিফোন ব্যবহার জনপ্রিয় করা এবং স্কুলে শিশুদের ভর্তির হার এক শো শতাংশে পৌঁছেছে ।

    গ্রামবাসীদের স্বচ্ছলতা প্রসঙ্গে গ্রামবাসীদের চোখে দক্ষ সর্দার নিমা বলেছেন , কৃষকরা বাজারের প্রতিদ্বন্দ্বিতায় যোগ দিতে চাইলে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা চালাতে হবে । ৫৪ বছর বয়স্ক নিমা ১৯৯৯ সালে চাতিংকাং গ্রামের সর্দার নিযুক্ত হন । যখন তিনি গ্রামের সর্দার হন , তখন গ্রামের অধিকাংশ কৃষক কাঠ দিয়ে নির্মিত কুটিরে থাকতেন । তাদের মাথাপিছু আয় মাত্র ১ হাজার ৭ শো ইউয়ান ছিল । গ্রামবাসীদের দারিদ্র্য দূরীকরণের জন্য প্রথমে তাদের স্বচ্ছল হওয়ার দক্ষতা শেখানো উচিত । ২০০০ সালে নিমা ২০ হাজার ইউয়ান ঋণ দিয়ে মালবাহী একটি ট্রাক কিনেছেন । শহরে বাড়িঘর নির্মাণ প্রকল্পে অংশ নেয়ার জন্য তিনি নির্মাণ প্রকল্প কোম্পানির সঙ্গে যোগাযোগ করতেন । পরের বছর তিনি ঋণ পরিশোধ করলেন । তার পর তিনি আরো ঋণ নিয়ে এক্সকেভেটর ও ডাম্প ট্রাকও কিনেছেন । গ্রাম তেল ও খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাও গড়ে তোলা হয়েছে । ফলে নিমার ব্যক্তিগত ধন-সম্পত্তি তাড়াতাড়ি বেড়ে গেছে ।

    স্বচ্ছল হওয়ার পাশাপাশি গাড়ি চালাতে শেখার জন্য নিমা গ্রামবাসীদের উত্সাহ দেন । গাড়ি চালনা শেখার মেয়াদে মাসে তাদের প্রত্যেককে ৩ শো ইউয়ান বেতন দেয়া হয় । আনুষ্ঠানিক চালক হওয়ার পর তাদের প্রত্যেককে দেড় হাজার ইউয়ান দেয়া হয় । ২০০৫ সালের শেষ নাগাদ গ্রামে মোট ৩০টি গাড়ি ছিল । সারা বছরে নির্মাণ প্রকল্পে যোগ দেয়ায় তাদের আয় ১৮ লাখ ইউয়ানে পৌঁছেছে । স্থানীয় শ্রেষ্ঠ আবহাওয়া ও পরিবেশ কাজে লাগিয়ে নিমার পরামর্শে গ্রামে নানাবিধ ফলমূল চাষ করা হচ্ছে , স্বচ্ছ প্লাস্টিকে আবৃত কৃষি জমিতে শাক-সবজি চাষাবাদ করা হচ্ছে এবং পশু পালনের কর্মসূচিও চালু হয়েছে । এখন চাতিংকাং গ্রামে প্রায় সকল বাড়িতে নতুন ঘর নির্মাণ করা হয়েছে , ঘরে ঘরে রঙ্গিন টিভি ব্যবস্থা আছে এবং সবাই মোবাইল ফোন ব্যবহার করছেন ।

    চানপা তিব্বতীদের এক ধরনের জয়প্রিয় খাবার । লাসার বাজারে ইটখাজে অঞ্চলের পাইলাং জেলার কুই ইট গ্রামের কৃষক লোপুতেনচেনের কারখানা তৈরী 'লুতেন' নামে চানপা শহরবাসীদের কাছে ব্যাপক কদর পেয়েছে । তিনি ১৯৯৯ সালে একটি চানপা তৈরী প্রক্রিয়াকরণ কারখানা গড়ে তুলেছেন । তার বাসার সামন্য একটু কৃষি জমিতে উত্পন্ন যব চানপার ব্যাপক বিক্রির চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় । তাই তিনি কৃষকদের কাছ থেকে যব কিনছেন । এই চুক্তি অনুসারে গ্রামে উত্পন্ন যব গ্রামবাসীদের খাবার প্রয়োজন ছাড়া বাকী সবগুলো তার কারখানায় চানপা তৈরী করা হবে । গত কয়েক বছরের নিরলস প্রচেষ্টা চালানোর মাধ্যমে তার কারখানার স্থির পুঁজি ৮ লাখ ইউয়ানেরও বেশি হয়েছে । এতে শুধু তেনচেনের পরিবার সমৃদ্ধ হয়েছে তা নয় , সকল গ্রামবাসীও স্বচ্ছল হয়েছেন ।

    এখন পূর্ব চীনের চে চিয়াং প্রদেশের গ্রামাঞ্চলে অর্থনীতিক উন্নয়ন সম্পর্কে আপনাদের কিছু বলব ।

    গত কয়েক বছরে চে চিয়াং প্রদেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি কৃষি ক্ষেত্রকে আর্থিক আগ্রাধিকার দেয়ার কর্মসূচি চালু হয়েছে ।

    চে চিয়াং প্রদেশে কৃষকদের ভার কমানোর সঙ্গে সঙ্গে গ্রামীণ শিক্ষা ও স্বাস্থ্যরক্ষার কর্মসূচি বাস্তবায়নের পদক্ষেপ দ্রুততর করা হয়েছে ।

    ২০০২ সাল থেকে কৃষি কর বিষয়ক সংস্কার চালু হওয়ার পর চে চিয়াং প্রদেশে কৃষকদের কাছ থেকে গবাদি পশু জবাইসহ নানা ধরনের কর আদায় ব্যবস্থা বাতিল করা হয়েছে । ২০০৫ সালে সার্বিকভাবে কৃষি কর মওকুফ করা হয়েছে । পরিসংখ্যান অনুযায়ী , ২০০৫ সালে চে চিয়াং প্রদেশে কৃষকদের মাথাপিছু গড়পড়তা ভার ছিল মাত্র৭.৭৮ ইউয়ান । বেশ কিছু জেলা ও শহরে কৃষকরা ভারমুক্ত হয়েছে ।

    শহর ও গ্রামাঞ্চলের শিক্ষার ভারসাম্য ত্বরান্বিত করার জন্য ২০০৫ সালে গ্রামাঞ্চলে দরিদ্র ছাত্রছাত্রীদের অর্থ সাহায্য বাড়ানো , ছাত্রদের পুষ্টিকর খাবার সরবরাহ করা , ছাত্রদের খাওয়া ও থাকার ব্যবস্থা উন্নত করা এবং শিক্ষকদের পড়ানোর মান বাড়ানোর ক্ষেত্রে চারটি কর্মসূচি চালু হয়েছে । খবরে প্রকাশ ২০০৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত সময়ের মধ্যে প্রদেশের বিভিন্ন অর্থ বিভাগ থেকে ১.১ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করা হবে । যাতে দরিদ্র ছাত্ররা আরো বেশি অর্থ সাহায্য পেতে পারে । ফলে সারা প্রদেশের ৪ লাখ দরিদ্র ছাত্রছাত্রী পুষ্টিকর খাবার খেতে পারবে । ২০০৬ সালের শেষার্ধ থেকে প্রদেশের শহর ও গ্রামাঞ্চলে ন'বছর মেয়াদী বাধ্যতামূলক শিক্ষাভোগী ছাত্রদের শিক্ষা ও লেখাপড়া সম্পর্কিত যাবতীয় ফি মওকুফ করা হবে ।

    গত বছর কৃষকদের স্বাস্থ্যরক্ষা খাতে প্রাদেশিক সরকার ১.৭ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে । এ সব অর্থ বরাদ্দ গ্রামীণ স্বাস্থ্য পরিসেবা ও নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে ।