শহর ও গ্রামের উন্নয়ন সম্পর্কিত পেইচিং গবেষণা সম্মেলনে সম্প্রতি প্রকাশিত "চীনের নতুন গ্রামের নির্মাণ প্রসঙ্গ রিপোর্ট---২০০৬ সাল"শীর্ষক নীল পত্রে বলা হয়েছে, শাংহাই, পেইচিং এবং থিয়ানচিন এ তিনটি কেন্দ্র-শাসিত মহানগরের গ্রামগুলোতে নতুন গ্রাম নির্মাণের মান অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক ভালো।
সাধারণতা বলা হয়, চীনের নতুন গ্রাম নির্মাণের ক্ষেত্রে পশ্চিম অঞ্চলের চেয়ে পূর্ব উপকূলীয় অঞ্চলের মানও ভালো।
**হোপেই প্রদেশে শরতকালের খাদ্যশস্যের চমত্কার ফসল হয়েছে
হোপেই প্রদেশের কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর গ্রীষ্মকালে খাদ্যশস্যের ফলন ভালো হওয়ার পর এই প্রদেশের শরতকালেও চমত্কার খাদ্যশস্য উত্পাদিত হয়েছে।
হোপেই প্রদেশের কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের প্রাথমিক পরিসংখ্যান থেকে জানা গেছে, এই বছর সারা প্রদেশের খাদ্যশস্যের মোট পরিমাণ ২ কোটি ৬৩ লাখ টন। অনুরূপ সময়ের তুলনায় তা ৩ লাখ ১৭ হাজার টন বেশী।
**কুয়াংসি প্রদেশে: ৮০ হাজার লোক মাতৃ ভূগর্ভস্থ কূপের সুবিধাভোগী
খবরে প্রকাশ, কুয়াংসি মাতৃ ভূগর্ভস্থ কূপের প্রকল্প কার্যকরকরার মাধ্যমে উত্পাদন ও জীবন-যাপন ক্ষেত্রে পানির সমস্যা সমাধানের জন্যে দরিদ্র অঞ্চলের পরিবারকে সাহায্য করবে। পাঁচ বছর ধরে ১৫ হাজার ৭৫টি পরিবারের ৮২ হাজার আট'শ ৪৩ জন লোক এর সুবিধা ভোগ করছে।
প্রাকৃতিক ও অর্থনৈতিক শর্তের কারণে আমাদের কিছু কিছু গ্রামে পানির সমস্যা খুব গুরুতর। ২০০০ সালের দ্বিতীয়ার্ধে সারা দেশে "মাতৃ ভূগর্ভস্থ কূপ"নামে বিশেষ তত্পরতা শুরু হয়েছে। যাতে পানির অভাব থেকে পশ্চিমাঞ্চলের লোককে সাহায্য করা যায়। ২০০১ সালে "মাতৃ ভূগর্ভস্থ কূপ"প্রকল্প আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।
|