চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের তৃতীয় মন্ত্রীপর্যায়ের সম্মেলন ৩ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীন ও ৪৮টি আফ্রিকান সদস্য দেশের প্রতিনিধিরা এবারের সম্মেলনে অংশ নিয়েছেন।
চীনের উপপ্রধানমন্ত্রী উ ই উদ্বোধনী অনুষ্ঠানে এক ভাষণে বলেছেন, চীন-আফ্রিকা ফোরাম হল চীন ও আফ্রিকার নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করা, ঐতিহ্যিক মৈত্রীর উন্নয়ন করা এবং পারষ্পরিক সহযোগিতা জোরদার করার জন্যে নেয়া গুরুত্বপূর্ন কৌশলগত ব্যবস্থা। চীন ও আফ্রিকার উচিত সমতা, পারষ্পরিক স্বার্থ আর সমৃদ্ধি, স্থিতিশীল উন্নয়ন এবং বাস্তবতার ভিত্তিতে অব্যাহতভাবে ফোরামের ব্যবস্থা ও সহযোগিতা উন্নয়ন করা।
ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেইয়োম মেস্ফিন আফ্রিকান দেশগুলোর পক্ষ থেকে বলেছেন, চীন-আফ্রিকা সহযোগিতার অংশীদারী সম্পর্কের খুবই গুরুত্বপূর্ণ কৌশলগত তাত্পর্য রয়েছে। আগের ছয় বছরে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম দু'পক্ষের বাণিজ্য, পুঁজিবিনিয়োগ, মানব সম্পদ ও আন্তর্জাতিক বিষয় ক্ষেত্রে সহযোগিতায় সুযোগ সরবরাহ করেছে। ইথিওপিয়া চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের যৌথ প্রেসিডিয়ামভূক্ত দেশ হিসেবে যথাসম্ভব এবারের শীর্ষ সম্মেলন সাফল্যজনকভাবে আয়োজনের জন্যে চেষ্টা করবে।
এবারের সম্মেলনে 'চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনের ঘোষণার' খসড়া, গৃহীত হয়েছে এবং এসব খসড়া পেইচিং শীর্ষ সম্মেলনে উত্থাপন করে যাচাই করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্মেলনে চতুর্থ মন্ত্রীপর্যায়ের সম্মেলন ২০০৯ সালে মিসরে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
|