|
 |
(GMT+08:00)
2006-11-03 19:07:03
|
রুয়ান্ডা ও চীনের সহযোগিতার বিরাট অবকাশ রয়েছে
cri
৩ নভেম্বর রুয়ান্ডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী মাদাম রোসেমেরি মুসেমিনালী পেইচিংয়ে বলেছেন , রুয়ান্ডা ও চীনের সম্পর্ক ভালো , দু দেশের সহযোগিতার বিরাট অবকাশ রয়েছে । চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের তৃতীয় মন্ত্রী পর্যায়ের অধিবেশন চলাকালে সি আর আইয়ের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেছেন । তিনি আরো বলেছেন , বর্তমানে রুয়ান্ডা ও চীনের সম্পর্ক সঠিক পথ ধরে এগিয়ে যাচ্ছে । কৃষি ও অবকাঠামো নির্মাণে দু দেশের সহযোগিতা সুষ্ঠুভাবে চলছে । রুয়ান্ডা সরকার আশা করে বাণিজ্য ক্ষেত্রে অব্যাহতভাবে চীনের সঙ্গে সহযোগিতা করবে এবং যততাড়াতাড়ি সম্ভব চীনের পর্যটকরা রুয়ান্ডা সফরে যাবেন ।
|
|
|