দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু হিউন ২ নভেম্বর সিউলে বলেছেন, দক্ষিণ কোরিয়ার সরকার অব্যাহতভাবে উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। যাতে কোরীয় উপদ্বীপের শান্তি সুরক্ষা করা যায়।
রোহ মু হিউন বিদেশী পুঁজি বিনিয়োগকারী কোম্পানির নেতাদের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, কোরীয় উপদ্বীপের শান্তি সুরক্ষা করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সরকারের প্রথম নীতি ও লক্ষ্য। দক্ষিণ কোরিয়ার সরকার উত্তর কোরিয়াকে তার পরমাণু অস্ত্র পরিকল্পনা ত্যাগ ত্বরান্বিত করতে অব্যাহতভাবে প্রচেষ্টা চালাবে। দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সঙ্গে সশস্ত্র সংঘর্ষ না করা নিশ্চিত করবে। যাতে বিদেশী পুঁজি বিনিয়োগকারীদেরকে একটি নিরাপদ পরিবেশ যোগানো যায়। সঙ্গে সঙ্গে দক্ষিণ কোরিয়ার সরকার অব্যাহতভাবে বাণিজ্যি পরিবেশের উন্নয়ন করবে। যাতে বিদেশী পুঁজি বিনিময়কারীদেরকে আকর্ষণ করা যায়।
তিনি আরো বলেছেন, দক্ষিণ কোরিয়া আগামী বছর থেকে ই ইউ'র সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি সম্পর্কিত আলোচনা শুরু করবে এবং চীনের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি সম্পর্কিত আলোচনা করার প্রস্তুতি কাজ দ্রুততর করবে।
|