|
চলতি বছর চীনে ভোগ্যপণ্যের খুঁচরা-বিক্রির মোট পরিমাণ ৭.৬ ট্রিলিয়ন রেন মিন পিতে দাঁড়াবে
cri
|
২ নভেম্বর চীনের বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত এক ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, চলতি বছর চীনের ভোগ্যপণের খুঁচরা-বিক্রির মোট পরিমাণ ৭,৬ ট্রিলিয়ন রেন মিন পিতে দাঁড়াবে। এই পরিমাণ গত বছরের তুলনায় ১৩.৫ শতাংশ বেশি। জানা গেছে, আয়ের স্থিতিশীলতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে চলতি বছর ভোগ্যপণ্য ক্রেতাচীনের শহরাঞ্চলের অধিবাসীদের সংখ্যা স্পষ্টভাবে বেড়েছে। গ্রামাঞ্চলে কেনাকাটা, জিনিসপত্র কেনার পরিবেশও আরও উন্নত হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় ভবিষ্যদ্বাণী করেছে যে, চলতি বছর সারা চীনে ভোগ্যপণ্যের দামে মোটামুটি স্থিতিশীলতা বজায় রাখা হয়েছে।
|
|