|
|
(GMT+08:00)
2006-11-03 17:18:32
|
|
বিদেশী তথ্য মাধ্যমগুলোতে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনেরভূয়সী প্রশংসা করা হয়েছে
cri
চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলন ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সাম্প্রতিক দিনগুলোতে বিদেশের তথ্যমাধ্যমগুলোতে প্রকাশিতভাষ্য বা সম্পাদকীয় এবং প্রবন্ধেএবারের শীর্ষ সম্মেলনের ভূয়সী প্রশংসা করা হয়েছে। মিসরের আল আহরাম পত্রিকা, মধ্য-প্রাচ্য বার্তাসংস্থা প্রভৃতি তথ্য মাধ্যমগুলোতে বলা হয়েছে, এবারের শীর্ষ সম্মেলন হচ্ছে নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর আফ্রিকান দেশগুলোর সঙ্গে চীনের সবচেয়ে বড় আকারের এবং সবচেয়ে বড় পর্যায়ের একটি সম্মেলন। গ্যাবনের ইউনিয়ন পত্রিকায় বলা হয়েছে, দক্ষিণ দক্ষিণ সহযোগিতা ও আফ্রো-চীন নেতাদের মধ্যেকার রাজনৈতিক সংলাপ জোরদার করা এবারের পেইচিং শীর্ষ সম্মেলন আয়োজনের অন্যতম লক্ষ্য। কেনিয়ার দি ন্যাশন পত্রিকায় বলা হয়েছে, এবার ৪০টিরও বেশী আফ্রিকান দেশের রাষ্ট্রীও সরকার প্রধানরা এবারের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এ থেকে প্রতিপন্ন হয়েছে যে, চীনের সঙ্গে যোগাযোগ জোরদার করা আফ্রিকা মহা দেশের জন্যে গুরুত্বপূর্ণ । ভারতের হিন্দু পত্রিকার প্রকাশিত একটি প্রবন্ধে বলা হয়েছে, এবারের পেইচিং শীষ সম্মেলন নি:সন্দেহে চীন-আফ্রিকা সম্পর্ক আরও জোরদার করার একটি পদক্ষেপ। তা ছাড়া, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের তথ্য মাধ্যমগুলোতে এবারের চীন-আফ্রিকা সহযোহিতা ফোরামের ভূয়সী প্রশংসা করা হয়েছে।
|
|
|