ফ্রান্সের প্রেসিডেন্ট ভবনের মুখপাত্র বন্নাফোন্ট ২ নভেম্বর বলেছেন, জ্যাক শিরাক সফররত ইরাকের প্রেসিডেন্ট জালাল টালাবানির সঙ্গে বৈঠকে বলেছেন, বর্তমানে ইরাকে মোতায়েন যৌথ বাহিনী প্রত্যাহারের পরিকল্পনা প্রণয়ন করার প্রয়োজন।
শিরাক বলেছেন, ফ্রান্স মনে করে, যৌথ বাহিনী প্রত্যাহারের পরিকল্পনা প্রণয়ন ইরাকের পরিস্থিতি স্থিতিশীল করার জন্য কল্যাণকর।
বন্নাফোন্ট বলেছেন, টালাবানি আশা করেন, শিরাক ইরাকের পুনর্গঠন কাজে অব্যাহতভাবে সমর্থন করবেন। তিনি বলেছেন, ইরাক ফ্রান্সের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সম্পর্ক জোরদার ও সুসম্পূর্ণ করার প্রচেষ্টা চালাবে।
|