১ নভেম্বর দক্ষিণ আফ্রিকার প্রধান পত্রিকা 'বিজনিস ডে' দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিউ গুইচিনের "পেইচিং শীর্ষ সম্মেলন-- সমান অংশীদারের মধ্যে সম্মেলন"নামক প্রবন্ধটি প্রকাশ করেছে ।
প্রবন্ধে বলা হয়েছে, চীন -আফ্রিকা সহযোগিতা ফোরামের উন্নয়ন প্রবণতা ভাল , তা দু'পক্ষের মধ্যে আলোচনা করার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এবং বাস্তব সহযোগিতার কার্যকর ব্যবস্থায় পরিণত হয়েছে । এ সপ্তাহের শেষে অনুষ্ঠিতব্য পেইচিং শীর্ষ সম্মেলন ইতিহাসে চীন ও আফ্রিকান নেতাদের মধ্যে বৃহত্তম ও উচ্চপর্যায়ের এক মর্যাদাযোগ্য সম্মেলন ।
প্রবন্ধে আরো বলা হয়েছে, পেইচিং শীর্ষ সম্মেলন স্পষ্ট তথ্য প্রকাশ করেছে । দু'পক্ষের উভয়েই আশা করে বাস্তব সহযোগিতা গভীর করা এবং মিলিতভাবে উন্নয়ন ত্বরান্বিত করা । চীন ও আফ্রিকার পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা উন্নয়নশীল দেশগুলোর ঐক্যবদ্ধভাবে উন্নয়ন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার জোরদার, বিশ্বের শান্তি ও উন্নয়নের ত্বরান্বিত করার জন্য সহায়ক হবে ।
|