মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র সীন ম্যাককরম্যাক ২ নভেম্বর এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র আশা করে অনুষ্ঠিতব্য ছ'পক্ষীয় বৈঠক সফল হবে ।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আশা করে এ বছরের মধ্যে ছ'পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে এবং গত বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত ছ'পক্ষীয় বৈঠকে গৃহীত যৌথ বিবৃতি এবারের বৈঠক শুরু হওয়ার ভিত্তি হিসেবে ধরা হবে ।
এর পাশা পাশি তিনি ঘোষণা করেছেন, রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নস এবং সামরিক নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী বরাট জোসেফ আগামী সপ্তাহে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ,যাতে ছ'পক্ষীয় বৈঠক আবার শুরু করতে প্রয়োজনীয় শর্ত ও পরিবেশ সৃষ্টি করা যায় ।
১ নভেম্বর উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঘোষণা করেছেন , উত্তর কোরিয়া ছ'পক্ষীয় বৈঠকে আবার অংশ নেবে । তবে এর পূর্বশর্ত হচ্ছে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ছ'পক্ষীয় বৈঠকের কাঠামোয় অর্থনৈতিক শাস্তি বাতিল করার বিষয় নিয়ে আলোচনা করা ।
|