চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের তৃতীয় মন্ত্রী পর্যায় সম্মেলন ৩ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীন ও এই ফোরামের ৪৮টি আফ্রিকান সদস্য দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়েছেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিং, ঈথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেইয়ুম মেস্ফিন, ঈথিওপিয়ার আর্থ-বাণিজ মন্ত্রী সোফিয়ান আহম্মেদ এবং চীনের বাণিজ্য মন্ত্রী বো সি লাই পালাক্রমে এই সম্মেলন সভাপতিত্ব করেছেন। চীনের উপপ্রধানমন্ত্রী উ ই এই সম্মেলনে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন।
চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম হচ্ছে ২০০০ সালে চীন ও আফ্রিকান দেশগুলো মিলিতভাবে প্রতিষ্ঠিত একটি সংলাপ ও সহযোগিতার ব্যবস্থা। ফোরামের ব্যবস্থা অনুয়ায়ী, মন্ত্রী পর্যায় সম্মেলন প্রতি তিন বছর একবার অনুষ্ঠিত হয়। এবারকার সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে ৪ থেকে ৫ নভেম্বর পর্যন্ত পেইচিংয়ে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তুত করা।
|