১৭টি আফ্রিকান দেশ চীন জাগণের ভ্রমনের গন্তব্যস্থানে পরিণত হবে
cri
২ নভেম্বর চীনের রাষ্ট্রীয় পযর্টন ব্যুর্রোর সূত্র থেকে জানা গেছে, চীন সরকারের অনুমোদন পেয়ে ১৭টি আফ্রিকান দেশ চীনা পযর্টকদের কাছে উন্মুক্ত হবে।জানা গেছে, সাম্প্রিতক বছরগুলোতে চীন-আফ্রিকা পযর্টন সহযোগিতার দ্রুত উন্নতি হয়েছে। দু'পক্ষের মধ্যে সফর বিনিময় দিন দিন বাড়ছে। বতর্মানে মিসর, দক্ষিণ আফ্রিকা, মুরোক, মরিসাস, ইথিওপিয়া, তুনিসিয়া, জিন্বাবুওয়ে, কেনিয়া, ট্যান্জানিয়া ইত্যাদি ১৭টি দেশ চীনা পযর্টকদের কাছো উন্মুক্ত হবে।
|
|