|
|
(GMT+08:00)
2006-11-02 20:53:34
|
২০২০ সালে ভারতের চাঁদে উঠার পরিকল্পনা
cri
২ নভেম্বর হিন্দুস্তান টাইমস পত্রিকার একটি খবরে বলা হয়েছে, ভারত ২০১৪ সালেমানববাহী নভোযান উতক্ষেপন করার পরিকল্পনা হাতে নিয়েছে। ২০২০ সালে ভারতীয় নেভোচারীদের চাঁদে অবতরনের স্বপ্ন বাস্তবায়িত হবে। একটি খবরে বলা হয়েছে, ভারতের মহাশূণ্য গবেষণা সংস্থার চেয়ারম্যান মাধাবান নায়ার বলেছেন, ভারত তার নিজস্ব শক্তির উপর নিভর্র করে উল্লেখিত পরিকল্পনা দু"টো বাস্তবায়ন করছে। সারা ভারতের সেরা ল্যাবরেটরী ও গবেষণালয়গুলো এ দু'টো পরিকল্পনায় অংশ নেবে। একটি খবরে বলা হয়েছে, ভারতের গোটা মানববাহী নভোযান পরিকল্পনায় প্রায় একশো থেকে ১৫০ বিলিয়ন রুপি বরাদ্দ করা হবে। চাঁদে উঠার পরিকল্পনায় অর্থ বরাদ্দ বাড়ানো হবে।
|
|
|