v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-02 19:12:32    
চীন আফ্রিকায় ব্যাপকভাবে অল্পবয়সী স্বেচ্ছাসেবক দল পাঠাচ্ছে

cri
    ১লা নভেম্বর চীনের ৫০জন যুবক স্বেচ্ছাসেবক হিসেবে আফ্রিকা পৌঁছে ইথিওপিয়ায় তাদের পরিসেবার কর্মসূচী শুরু করেছেন । তারা হচ্ছেন ইথিওপিয়া পরিসেবায় চীনের দ্বিতীয় দফা অল্পবয়সী স্বেচ্ছেসেবক এবং এ পর্যন্ত বিদেশে পরিসেবারত বৃহত্তম স্বেচ্ছাসেবক দল । পরবর্তী এক বছরে তারা হান ভাষা পড়ানো , গ্রামীণ নির্মাণকাজ , চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ইথিওপিয় জনগণের জন্য বিনাখরচে পরিসেবা করবেন ।

    চীন গত বছর থেকে আফ্রিকায় অল্পবয়সী স্বেচ্ছাসেবক দল পাঠানোর কার্যক্রম শুরু করেছে । ইথিওপিয়ায় যাওয়া চীনের প্রথম দফা অল্পবয়সী স্বেচ্ছাসেবকদের সংখ্যা ছিল ১২জন মাত্র । তারা রোগীদের জন্য আকুপাংচার করছেন , গ্রামাঞ্চলে মিথেন গ্যাসের ব্যবহার জনপ্রিয় করছেন এবং বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা পড়িয়েছেন । ৬ মাসের পরিসেবা মেয়াদে ১২জন স্বেচ্ছাসেবক ইথিওপিয় সরকার ও জনগণের প্রশংসা পেয়েছেন ।

    এখন আরো ৫০জন চীনা যুবক যুবতী ইথিওপিয়ায় গিয়ে তাদের এক বছর মেয়াদী পরিসেবার কর্মসূচী শুরু করেছেন । চুং ছিউ পিন সবেমাত্র চীনের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন । তিনি মাস্টার্স ডিগ্রি পেয়েছেন । তিনি স্বেচ্ছাসেবক দলের একজন । তিনি বলেছেন , তিনি তার নৈপুণ্য কাজে লাগিয়ে ইথিওপিয়ার জন্য বেশি কাজ করতে চেষ্টা করবেন ।

    তিনি ইথিওপিয়ার গ্রামাঞ্চলে যেতে ইচ্ছুক । তিনি গ্রামাঞ্চলের নির্মাণকাজ ও কৃষকদের মৌলিক চাহিদা মেটানোর জন্য যথাযোগ্য অবদান রাখতে চান ।

    চুং ছিউ পিনের মতো অন্যান্য স্বেচ্ছাসেবকও আফ্রিকার পরিসেবার জন্য ইথিওপিয়ায় গিয়েছেন । আফ্রিকায় স্বেচ্ছাসেবক পাঠানোর জন্য চীনের অল্পবয়সী স্বেচ্ছাসেবক সমিতির উদ্যোগে বাছাইয়ের ব্যবস্থা করা হয় । স্বেচ্ছাসেবকদের গড়পড়া বয়স ২৭ এবং তাদের শেখার বিষয় পরিসেবা প্রকল্পের সঙ্গে খাপ খাওয়া উচিত ।

    ইথিওপিয়ার যুবক কালেব বলেছেন , চীনের স্বেচ্ছাসেবকরা আসায় ইথিওপিয় জনগণ খুব আনন্দিত হয়েছেন ।

    ইথিওপিয়া একটি উন্নয়নশীল দেশ । চীনের বহু সাফল্যের অভিজ্ঞতা ইথিওপিয়ার কাছে নির্ভরযোগ্য । চীন যে ইথিওপিয়ায় স্বেচ্ছাসেবক পাঠিয়েছে , তা এই দেশের উন্নয়নের জন্য অনুকূল হবে ।

    কালেব উত্তর চীনের শিচাচুয়াং শহরে অবস্থিত হোপেই আর্থ-বাণিজ্যিক বিশ্ববিদ্যালয়ে পড়ছেন । যখন তিনি চীনের ৫০জন স্বেচ্ছাসেবক তার মাতৃভূমিতে যাওয়ার খবর শুনলেন , তখন তাদের বিদায় জানানোর জন্য পেইচিংয়ে গিয়েছিলেন ।

    উল্লেখ্য যে , যখন চীনের ৫০জন স্বেচ্ছাসেবক ইথিওপিয়ায় গিয়েছেন , তখন পেইচিংয়ে চীন-আফ্রিকা ফোরাম আয়োজন করা হচ্ছে । চীন-আফ্রিকা সহযোগিতার বিষয় বিভিন্ন মহলের মনোযোগ আকর্ষণ করছে । চীনের উপ-বাণিজ্য মন্ত্রী ওয়ে চিয়ান কুও বলেছেন , এই পরিপ্রেক্ষিতে চীনের স্বেচ্ছাসেবকদের আফ্রিকা যাওয়ার আরো বিরাট তাত্পর্য আছে ।

    চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম চলাকালে চীন সরকার ইথিওপিয়ার কাছে যে অল্পবয়সী স্বেচ্ছাসেবক দল পাঠিয়েছে , তাতে পুরোপুরিভাবে ইথিওপিয় জনগণসহ আফ্রিকান জনগণের প্রতি চীনা জনগণের বন্ধুত্ব এবং আফ্রিকার বিভিন্ন দেশের জনগণ ও সরকারের সঙ্গে চীনের সরকার ও জনগণের ব্যাপক ও মৈত্রী সহযোগিতা আরো জোরদার করার আশা-আকাংক্ষা ফুটিয়ে তোলা হয়েছে ।

    তিনি বলেছেন , চীনের অল্পবয়সী স্বেচ্ছাসেবকরা সংশ্লিষ্ট দেশগুলোর জন্য চিকিত্সা , স্বাস্থ্য রক্ষা , সংস্কৃতি ও শিক্ষাসহ বৈচিত্র্যময় পরিসেবা সরবরাহ করছেন। তারা চীনা জনগণের মৈত্রী দূত । ভবিষ্যতে চীন সরকার সাহায্য গ্রহীতা দেশগুলোর সরকার ও জনগণের চাহিদা অনুযায়ী বৈদেশিক অল্পবয়সী স্বেচ্ছাসেবকদের সংখ্যা ও পরিসেবার কর্মসূচী আরো সম্প্রসারিত করবে ।