চীন- আফ্রিকা সহযোগিতা ফোরাম পেইচিং শীর্ষ সম্মেলন ও তৃতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন উপলক্ষে এই ফোরাম সম্পর্কিত স্মারক ডাক টিকিট ২ নভেম্বর পেইচিংয়ে প্রকাশিত হয়েছে । সেই সঙ্গে ' আফ্রিকার শিল্পকর্ম প্রদর্শনী' ও ' আফ্রিকান দেশগুলোর মুদ্রা ও ডাকটিকিট প্রদর্শনী' ও একই দিন অনুষ্ঠিত হয়েছে ।
স্মারক ডাক টিকিটে চীন -আফ্রিকা সহযোগিতা ফোরাম পেইচিং শীর্ষ সম্মেলনের বন্ধুত্ব , শান্তি , সহযোগিতা ও উন্নয়নের প্রসঙ্গ প্রতিফলিত হয়েছে ।
' আফ্রিকার শিল্পকর্ম প্রদর্শনী' ও ' আফ্রিকান দেশগুলোর মুদ্রা ও ডাকটিকিট প্রদর্শনী'তে আফ্রিকার দেশগুলোর তিন শ'রও বেশি কাঠ খোদাই , পাথর খোদাই , তাম্র খোদাই , চিত্রশিল্প ও মাটির পাত্র প্রভৃতি শিল্পকর্ম এবং চীনের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক আছে এমন ৪৮টি আফ্রিকান দেশের মুদ্রা ও ডাকটিকিট প্রদর্শিত হয়েছে ।
|