চীন-আসিয়ান কৃষি জ্বানালী ফোরাম ও প্রযুক্তি বিষয়ক আলোচনা সভা ২ নভেম্বর চীনের গুয়াংসির নাননিংএ শুরু হয়েছে। চীন ও আসিয়ানের ৮টি সদস্য দেশ এবং আসিয়ান সচিবালয়ের কর্মকর্তারা এই ফোরামে অংশ নিয়েছেন। তাঁরা কৃষি জ্বানালী ক্ষেত্রের প্রযুক্তির আদান-প্রদান ও সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। চীনের কৃষি মন্ত্রণালয়ের উদ্যাগে এবারের ফোরাম অনুষ্ঠিত হয়। গুওয়াংসি , আসিয়ান সচিবালয় এবং আসিয়ান দেশগুলোর কৃষি মন্ত্রণালয়ের কৃষি জ্বানালী বিষয়ক উচ্চ পদস্থ কর্মকর্তারা ফোরামে কৃষি জ্বানালী কাজকর্ম চালানোর রির্পোট দিয়েছেন। তাঁরা এ ক্ষেত্রের নীতি, অভিজ্ঞতা ও পদ্ধতি নিয়ে মত বিনিময় করেছেন।
উল্লেখ্য, ২০০১ সালে চীন-আসিয়ান পঞ্চম নেতাদের অধিবেশনে একবিংশ শতাব্দীর কৃষি জ্বানালীর গুরুত্বপূর্ণ ক্ষেত্র নির্ধারিত হয়েছে। ২০০২ সালের নভেম্বর চীনের কৃষি মন্ত্রণালয় এবং আসিয়ান সচিবালয়ের স্বাক্ষরিত স্বারক্ষলিপিতে কৃষি জ্বানালী প্রযুক্তি আদান-প্রদান ও সহযোগিতার বিষয় অন্তর্ভূক্তহয় ।
|