গত দশ বছরে জাতি সংঘ শিশু তহবিল সংস্থা চীনের অন্তর্মঙ্গোলিয় স্বায়তশাসিত অঞ্চলে ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে । ফলে এ অঞ্চলের সাড়ে তিন হাজার নারী উপকৃত হয়েছেন । কিছু দিন আগে অন্তর্মঙ্গোলিয় স্বায়তশাসিত অঞ্চলে অনুষ্ঠিত ক্ষুদ্র ঋণ সংক্রান্ত এক আন্তর্জাতিক আলোচনা সভায় এই তথ্য প্রকাশিত হয়েছে।
১৯৯৬ সালে জাতি সংঘ শিশু তহবিল সংস্থা চীনের অন্তর্মঙ্গোলিয় স্বায়তশাসিত অঞ্চলে গরীব নারী কৃষক ও পশুপালকদের সাহায্য করার জন্য ক্ষুদ্র ঋণ দেয়ার উদ্যোগ নেয় । নারী কৃষক ও পশুপালকরা শিশু তহবিল সংস্থা থেকে এক হাজার থেকে তিন হাজার ইউয়ান ঋণ নিতে পারেন এবং নির্দিষ্ট দিনের মধ্যে পরিশোধ করেন । এই অর্থ দিয়ে গরীব নারী কৃষক ও পশুপালকরা জমি চাষ , হাঁসমুর্গী পোষা , মাছ চাষ , বাণিজ্য ও প্রক্রিয়াকরণ কাজ করেছেন । বর্তমানে এই অঞ্চলের নারীদের আয় আগের চেয়ে লক্ষনীয়ভাবে বেড়েছে ।
|