চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পঞ্চম উচ্চ পর্যায়ের সম্মেলন ২ নভেম্বর পেইচিংয়ে শেষ হয়েছে। ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনে চীনের প্রস্তুতিমূলক কমিটির মহাসচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়েই চিয়েনকুও এবং চীনে আফ্রিকার কূটনৈতিক দলের ভারপ্রাপ্ত দলনেতা, চীনে টোগোর রাষ্ট্রদূত নোলানা তা-আমা সমাপনী অনুষ্ঠানে পৃথক পৃথকভাবে বাণী প্রদান করেছেন।
ওয়েই চিয়ানকুও বলেছেন, চীন ও আফ্রিকা সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠার ৬ বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে চীন ও আফ্রিকার পারস্পরিক সহযোগিতা দ্রুত উন্নত হচ্ছে। এবারের পেইচিং শীর্ষ সম্মেলনে চীন ও আফ্রিকার নেতারা দু'পক্ষের সম্পর্কের উন্নয়ন নিয়ে মত বিনিময় করবেন। এবারের সম্মেলন চীন ও আফ্রিকার বন্ধুত্বপূর্ণ সহযোগিতায় নতুন শক্তি যোগাবে।
তা-আমা বলেছেন, এ বছর হচ্ছে চীন ও আফ্রিকান দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ তম বার্ষিকী। চীন ও আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলন চীন ও আফ্রিকা সম্পর্ককে সুসংবদ্ধ করবে, যা দু'পক্ষের মৈত্রী জোরদার এবং সহযোগিতা ও অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্য বাস্তবায়নের অনুকূল হবে।
|