গাইবান্দা জেলার শ্রোতা মো: সোহেল রানা তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনের সবচেয়ে ভাল বিশ্ববিদ্যালয়ের নাম কি? চীন কতটি জেলা নিয়ে গঠিত ? উত্তরে বলছি, চীনের ৭শ'রও বেশী বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেকগুলোর ইতিহাস সুদীর্ঘকালেরএবং শিক্ষার মান অনেক উন্নত। এদের মধ্যে উল্লেখযোগ্য হল পিকিং বিশ্ববিদ্যায় , ছিংওয়া বিশ্ববিদ্যালয়, ফুতান বিশ্ববিদ্যালয়, থোংচি বিশ্ববিদ্যালয়, নানখাই বিশ্ববিদ্যালয় এবং নানচিং বিশ্ববিদ্যালয়।
(পেইচিং বিশ্ববিদ্যালয়)
(ছিংহুয়া বিশ্ববিদ্যালয়)
পেইচিং-এর পশ্চিম উপকন্ঠে অবস্থিত পিকিং বিশ্ববিদ্যালয় একটি মানবিক বিজ্ঞান ও প্রকৌলঘগত বিষয়গুলো নিয়ে গঠিত সবর্বিষয়ক বিশ্ববিদ্যালয়। এটি ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়ের পূর্ব নাম ছিল পেইচিং শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়। বতর্মান নাম দেয়া হয় ১৯১২ সালে। তাত্ত্বিক পদার্থবিদ্যা অধ্যাপনায় এই বিশ্ববিদ্যালয় সারা দেশে খ্যাতি অজর্ন করেছে। গণিত ও বলবিদ্যা বিভাগ দুটিও খুব শক্তিশালী। ইনসুলিন গবেষণা ক্ষেত্রে এর জীববিদ্যা বিভাগ এক বিরাট অবদান রেখেছে।
(থংচি বিশ্ববিদ্যালয়) (ফুদান বিশ্ববিদ্যালয়)
১৯১১ সালে প্রতিষ্ঠিত ছিংহুয়া বিশ্ববিদ্যালয় চীনের একটি প্রসিদ্ধ নানা প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা অধ্যাপনার শিল্প বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মান খুব উচ্চ এবং এর প্রয়োজনীয় সরঞ্জাম বেশ উন্নত। এই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে অধ্যাপনা ও বিজ্ঞান-গবেষণা সারা দেশে খ্যাতি অজর্ন করেছে। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি। আসলে এই প্রশ্নের উত্তর দেয়া একটু কঠিন। চীন একটি বিশাল দেশ বলে জেলাগুলো গণনা করা কঠিন। বিশেষ করে চীনে সংস্কার ও উন্মুক্ততা নীতি চালু হওয়ার পর অনেক জেলা এখন হয়তো শহরের একটি বিভাগ হয়ে গেছে। যেমন পেইচিং-এর উপকন্ঠের কয়েকটি জেলা এখন বেশির ভাগ পেইচি মহা নগরের বিভাগ হয়ে গেছে। চীনের অন্যান্য প্রদেশেও প্রায় একই ধরনের অব্যস্থা। বতর্মানে এ সম্বন্ধে কোন তথ্যও নেই। সারা চীনে দু'হাজারেরও বেশী জেলা আছে বলে অনুমান করা হচ্ছে।
(নানখাই বিশ্ববিদ্যালয়) (নানচিং বিশ্ববিদ্যালয়)
রাজশাহি জেলার শ্রোতা মো: ইসমাইল হোহাইন তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীন ছাড়া আর কোন কোন দেশে পান্ডা পাওয়া যায়। পান্ডার আয়ুকাল কত? উত্তরে বলছি, চীন দেশ ছাড়া বিশ্বের আর কোন দেশে পান্ডা পাওয়া যায় না। পান্ডাকে চীনের রাষ্ট্রীয় রত্ন বলে গণ্য করা হয়। কেবল চীনের সিছুয়ান প্রদেশের ছেংডুর উপকন্ঠের সংরক্ষিত প্রাকৃতিক অঞ্চলেপান্ডা দেখা যায়। পান্ডার আয়ুকাল বায়ুকাল সাধারণত ২৫ বছর। এতক্ষণ আমাদের প্রত্যেক বুধবারের বিশেষ অনুষ্ঠান মুখোমুখি শুনলেন। অনুষ্ঠান শেষ হবার আগে আপনাদের জন্যে একটি প্রশ্ন। প্রশ্নটি হল, চীনের দু:খ বলা হত কোন নদীকে? আবার বলছি. চীনের দু:খ বলা হত কো নদীকে? আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানটি শোনার জন্যে আপনাদের অশেষ ধন্যবাদ।
|