ইউরোপীয় ইউনিয়নের পালাক্রমিক সভাপতি রাষ্ট্র ফিনল্যান্ড ১ নভেম্বর এক বিবৃতিতে চীন, উত্তর কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র ছ'পক্ষিয় বৈঠক শিগ্গীরই অনুষ্ঠানে রাজি হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ই'ইউ উত্তর কোরিয়াকে ছ'পক্ষীয় বৈঠকে শর্তহীনভাবে ফিরে আসতে বরাবরই তাগিদ দিয়েছে। ই'ইউ কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার শান্তিপূর্ণ সমাধান সব সময়ই প্রত্যাশা করে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ৩১ অক্টোবর বলেছে, ছ' পক্ষিয় বৈঠকে কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা নিয়ে চীন, উত্তর কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতারা একইদিনে পেইচিংয়ে শিগ্গীরই ছ'পক্ষীয় বৈঠক আবার শুরু করার সিদ্ধান্তে রাজি হয়েছে।
|