"চীনকে জানুন,দক্ষিণ আফ্রিকার সফর " নামক সাংস্কৃতিক কার্যক্রম পয়লা নভেম্বর দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার জাতীয় যাদুঘরে যথাযোগ্য মর্যাদায় শুরু হয়েছে ।
চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের পরিচালক ছাই উ উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, সংস্কৃতি আদান-প্রদান হচ্ছে চীন ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ এবং দু'দেশের জনগণের মধ্যে সমঝোতার কার্যকর পদ্ধতি । চীন সরকার আশা করে , আফ্রিকান দেশগুলোর মধ্যে আরো বেশি যোগাযোগের মাধ্যমে শান্তিপূর্ণ উন্নয়ন, সম্মিলিত সমৃদ্ধি এবং সুষম বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়িত হবে ।
দক্ষিণ আফ্রিকার শিল্পকলা ও সংস্কৃতিমন্ত্রী পাল্লো জর্দান উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, "চীনকে জানুন" কার্যক্রমের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার জনগণ ভালভাবে চীনের সংস্কৃতি, শিল্পকলা ও দর্শন বুঝতে পারবে ।
|