হুগো রাফেয়েল সাভেজ ফ্রিয়াস ১৯৫৪ সালের ২৮ জুলাই ভেনিজুয়েলার বারিনাস প্রদেশে জন্ম গ্রহণ করেন। তিনি ভেনিজুয়েলার সামরিক ইনস্টিটিউটে স্নাতক হয়েছেন। তিনি স্থল বাহিনীর প্রকল্প ও বিজ্ঞান এবং চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
১৯৮২ সালে তিনি বলিভার বিপ্লবি আন্দোলন প্রতিষ্ঠা করেন। ১৯৯৭ সালে তিনি " পঞ্চম প্রজাতন্ত্র আন্দোলন" গড়ে তোলেন এবং চেয়ারম্যান দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালের ডিসেম্বর তিনি বামপন্থী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৯৯ সালের ২ ফেব্রুয়ারী তিনি শপথ গ্রহণ করেন। নতুন সংবিধান অনুয়ায়ী, ভেনিজুয়েলায় ২০০০ সালের জুলাই মাসে আবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারও সাভেজ প্রেসিডেন্ট পুননির্বাচিত হন। ২০০০ সালের ১৯ আগস্ট তিনি শপথ গ্রহণ করেন।
১৯৯৯ সালের অক্টোবর, ২০০১ সালের মে , ২০০৪ সালের ডিসেম্বর এবং ২০০৬ সালের আগস্ট মাসে তিনি চারবার চীনে রাষ্ট্রীয় সফর করেছেন।
|