দক্ষিণ কোরিয়ার একায়ন মন্ত্রী লী জন সেক ১ নভেম্বর সিউলে বলেছেন, উত্তর কোরিয়া তার পরমাণু কর্মসূচী পরিত্যাগ করলে নতুন দফা ছ'পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে। দক্ষিণ কোরিয়ার বেতার দেয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেছেন। তিনি বলেছেন, যদি উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রধারী দেশ হিসেবে ছ'পক্ষীয় বৈঠকে অংশ নিতে চায় তাহলে দক্ষিণ কোরিয়া তাকে গ্রহণ করবে না। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচী পরিত্যাগ করার পূর্বশর্তে কেবল ছ'পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা গেছে. ১ নভেম্বর উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঘোষণা করেছেন, উত্তর কোরিয়া আবার ছ'পক্ষীয় বৈঠকে ফিরে আসবে। কিন্তু পূর্বশর্ত হল ছ'পক্ষীয় বৈঠকের কাঠামোতে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাংকিং নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া।
|