চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১ নভেম্বর পেইচিংএ সফররত লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সিরলীফের সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষ এক মত হয়েছে যে , দু'দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক সার্বিকভাবে জোরদার করা উচিত। বৈঠকে হু চিন থাও বলেছেন, চীন দৃঢ়ভাবে লাইবেরিয়ার শান্তি প্রক্রিয়া ও অর্থনৈতিক পুনর্গঠনেরসমর্থন করে। দু'দেশের মধ্যে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার হবে। তিনি বলেছেন, মানবসম্পদ উন্নয়ন ক্ষেত্রে চীন অব্যাহতভাবে লাইবেরিয়ারকে সাহায্য করবে।
লাইবেরিয়ার প্রেসিডেন্ট বলেছেন, লাইবেরিয়া চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম সমর্থন করে। লাইবেরিয়া আফ্রো-চীন কৌশলগত অংশীদারী সম্পর্ক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতে ইচ্ছুক। তিনি বলেছেন, লাইবেরিয়া চীনের সঙ্গে কৌশলগত অংশীদারী সর্ম্পক প্রতিষ্ঠা করতে দৃঢ়সংকল্প। লাইবেরিয়ার অনুসৃত এক চীন নীতি অপরির্বতিত থাকবে।
|