যদি কখনো হারাই তোমাকে
সেইদিন পৃথিবী হারাবে আমাকে।
সি আর আই তুমি আমার জীবন চলার
উদ্দীপনার দিশা।
সকালে তুমি উষ্ণ এক কাপচা।
সুরভী ভরে দেয় যেন,
আমার হৃদয় উত্সাহ উদ্দীপনায়।
সি আর আই রাতে তুমি যে আমার শিক্ষক,
অনেক অজানা বিষয় জানাও প্রতিদিন।
তুমি যে আমার রাতের হীমেল জোছনা।
স্বপ্নের এক অশেষ তৃপ্তি
তুমি যে আমার জীবন বাসরে সতেজ রক্ত লেখা।
---বাংলাদেশের নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ নেশামুক্ত বেতাং শ্রোতা সংঘের এস.এম.শাহীন
|