v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-01 19:16:20    
চীনে মানি লন্ডারীং বিরোধী আইন প্রণীত হয়েছে

cri
    মানি লন্ডারীং দিন দিন তীব্র হয়ে উঠার প্রবণতা রোধ ও দমন করার জন্য চীনের মানি লন্ডারীং বিরোধী আইন ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে প্রণীত হয়েছে । এই আইন অনুযায়ী , চীন মানি লন্ডারীং বিরোধী তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলবে । বিভিন্ন আর্থিক সংস্থাও মানি লন্ডারীং বিরোধী বিশেষ বিভাগ স্থাপন করবে । আইনটিতে বেশ কয়েকটি আন্তর্জাতিক রীতিপ্রথা ও ব্যবস্থাও যোগ করা হয়েছে । যাতে কার্যকরভাবে মানি লন্ডারীং দমনের ব্যাপারে আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া যায় এবং বিশ্বে অবৈধ পুঁজির প্রবেশ রোধ করা যায় । এই আইনের প্রধান বিষয়বস্তু চীনের মানি লন্ডারীং বিরোধী কাজকর্মের সঙ্গে জড়িত ।

    মানি লন্ডারীং হচ্ছে চোরা চালান , মাদক পাচার , দুর্নীতি প্রভৃতি বেআইনী পদ্ধতিতে যে আয় করা হয় এবং হস্তান্তর ও স্থানান্তর প্রভৃতি ব্যবস্থার মাধ্যমে সে সব আয়কে আইনী গত করানোর অপচেষ্টা চালানো । গত কয়েক বছরে মানি লন্ডারীংয়ের অপরাধ প্রবণতা নিরন্তর বিস্তৃত হওয়ার কারণে চীনেও বিপুল অংকের  পুঁজির অবৈধ স্থানান্তরের প্রবণতা দেখা দিয়েছে । চীনের পুলিশ সূত্রে জানা গেছে , মানি লন্ডারীংয়ের জন্য প্রতি বছর চীনের মূলভূভাগ থেকে অবৈধ আর্থিক সংস্থার মাধ্যমে ২০০ বিলিয়ন ইউয়ান বিদেশে স্থানান্তরিত হয় । এই পরিমাণ চীনের জিডিপির ২ শতাংশ । চীনের সামাজিক উন্নয়নে এই আইনের গুরুত্ব প্রসঙ্গে চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও পান কুও বলেছেন ,

    মানি লন্ডারীং বিরোধী আইন চালু হওয়ায় কার্যকরভাবে মানি লন্ডারীং রোধ করা যাবে । এটা আর্থিক শৃংখলা ও অর্থনৈতিক নিরাপত্তা সুরক্ষা করা , দুর্নীতি দমন , মানি লন্ডারীং রোধ করা এবং এই ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা চালানোর ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করবে ।

    চীন বরাবরই আইন প্রণয়ন ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মানি লন্ডারীং বিরোধী ব্যবস্থা গড়ে তুলে আসছে । এর আগে চীনে ফৌজদারী আইনের সংশোধন করা হয়েছে । বাণিজ্যিক দুর্নীতিকে মানি লন্ডারীংয়ের নতুন পদ্ধতি হিসেবে দমন করা হচ্ছে এবং যারা মানি লন্ডারীংয়ের অপরাধ প্রবণতা মুছে দেয়ার অপচেষ্টা চালায় , তাদেরকে কঠোরভাবে শাস্তি দেয়া হচ্ছে । মানি লন্ডারীং বিরোধী অন্যতম নেতৃস্থানীয় সংস্থা হিসেবে চীনের কেন্দ্রীয় ব্যাংক- চীন গণ ব্যাংক গত বছরের জুলাই মাস থেকে আমানতের ২ লাখ ইউয়ানেরও বেশি নগদ অর্থ হস্তান্তরের ওপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করছে । মানি লন্ডারীং বিরোধী আইনে আন্তর্জাতিক রীতিপ্রথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কতকগুলো ধারাবাহিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার ব্যবস্থাও যোগ করা হয়েছে । এ প্রসঙ্গে চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির আইন ব্যবস্থা কমিশনের কর্মকর্তা লাং সেন বলেছেন ,

    এ সব ব্যবস্থা চালু হওয়ায় বেআইনী আয়ের উত্স ও ব্যবহার এবং পুঁজির স্থানান্তর রোধ করতে যথাশীঘ্র কতকগুলো ব্যবস্থা নেয়ার জন্য আইনগত যুক্তি যোগানো হবে ।

    বর্তমানে চীনে মানি লন্ডারীং বিরোধী অভিযান প্রধানতঃ আর্থিক সংস্থার ভেতরে চলছে । কিন্তু আর্থিক সংস্থা মানি লংডারীং রোধের একমাত্র পথ নয় । বাড়িঘর , মুক্তা ও পুরাকীর্তি ক্রয়-বিক্রয়ের মাধ্যমে মানি লন্ডারীংয়ের অপরাধ প্রবণতাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে । তিনি বলেছেন ,

    আন্তর্জাতিক চুক্তির সঙ্গে এই আইন সামঞ্জস্যপূর্ণ । এই চুক্তি প্রণয়নের সময় মানি লন্ডারীংয়ের আন্তঃর্দেশীয় বৈশিষ্ট্যের কথা বিবেচনা করা হয়েছে এবং এই ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও সাধারণ আন্তর্জাতিক রীতিপ্রথা বিবেচনা করা হয়েছে ।

    মানি লন্ডারীং বিরোধী আইন আগামী বছরের ১লা জানুয়ারী থেকে চালু হবে । চীনের আইন সংস্থা এই মত প্রকাশ করেছে যে , আইনে লিপিবদ্ধ মানি লন্ডারীং বিরোধী সংক্রান্ত ধারাবাহিক ব্যবস্থায় চীনে সন্ত্রাসী শক্তিকে অর্থ সাহায্য দেয়ার সম্ভাবনাও রোধ করা হবে ।