চীনের কেন্দ্রীয় ব্যাংক --চীনের গণ ব্যাংক ১ নভেম্বর ঘোষণা করেছে , চীন ২০০৭ সালের জুন মাসে আন্তর্জাতিক মানি লন্ডারিং বিরোধী সংস্থা-- বিশেষ ব্যাংকিং কর্মগ্রুপ-- এফ এ টি এফে অংশ নিয়ে এ সংস্থার আনুষ্ঠানিক সদস্য হওয়ার চেষ্টা করছে ।
বিশেষ ব্যাংকিং কর্মগ্রুপ পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক মানি লন্ডারিং বিরোধী সংস্থা । ১৯৮৯ সালে পাশ্চাত্যের সাতটি দেশের উদ্যোগে এই সংস্থা প্রতিষ্ঠিত হয় । এই আন্তর্জাতিক সংস্থার ত্রিশাধিক সদস্যদেশ ও বিশটিরও বেশি পর্যবেক্ষক দেশ আছে । চীন আমন্ত্রনক্রমে বর্তমানে এই সংস্থার পর্যবেক্ষক দেশ ।
সদ্য সমাপ্ত চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির অধিবেশনে মানি লন্ডারিং বিরোধী আইন গৃহিত হয়েছে । পরিকল্পনা অনুসারে ২০০৭ সালের জুন মাসে চীনের গণ ব্যাংক এফ এ টি এফের অধিবেশনের বিতর্কে অংশ নেবে । সদস্য দেশগুলোর সমর্থন পেলে চীন এ সংস্থার সদস্য হবে ।
|