পেইচিংয়ের চীনের ঐতিহ্যিক চিকিত্সা ও ওষুধ বিশ্ববিদ্যালয়ের বই দকানে ইউক্রেনী ছাত্র ব্লেন চীনা ভাষা দিয়ে এক চীনা ভাষা ও ইংরেজী ভাষার "হুয়াং দি নেই চিং" কিনেছেন । এই বই হল ২ হাজার বছর আগে চীনের বিখ্যাত চিকিত্সকের লেখা চীনের ঐতিহ্যিক চিকিত্সা সম্পর্কিত বই ।
ব্লেন চলতি বছর পেইচিং ঐতিহ্যিক চিকিত্সা ও ওষুধ সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্র হিসেবে মাস্টার ডিগ্রী পাভ করেছেন ।
ব্লেন যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন , সে বিশ্ববিদ্যালয় হল চীনের এমমাত্র চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রিত চীনের ঐতিহ্যিক চিকিত্সা ও ওষুধ সংক্রান্ত বিশ্ববিদ্যালয় , চীনের ঐতিহ্যিক চিকিত্সা শিক্ষা মহলে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে । চলতি বছর এই বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্রছাত্রীদের সংখ্যা ১ হাজার ৭ শো , তারা ৩৮টি দেশ থেকে চীনে এসেছেন এবং এই সংখ্যা বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্রছাত্রীদের মধ্যে সংখ্যার ২১ শতাংশ ।
এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংখ্যা থেকে চীনা ঐতিহ্যিক চিকিত্সার জনপ্রিয়তা বোঝা যায় । পেইচিং চীনা ঐতিহ্যিক চিকিত্সা ও ওষুধ সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা বিভাগের পরিচালক ফু ইয়েন লিং বলেছেন , আমাদের বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্রছাত্রীরা ৩৮টি দেশ ও অঞ্চল থেকে এসেছেন । ক্রমেই আরো বেশি বিদেশি ছাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে চীনা ঐতিহ্যিক চিকিত্সা শেখার আবেদন জানিয়েছে ।
মার্কিন ছাত্র ম্যাকেল এশিয় সংস্কৃতি খুব পছন্দ করেন । তিনি প্রথমে জাপানে এশিয় চিন্তাধারণা সংক্রান্ত কোর্স করেন । পরে তিনি আবিস্কার করেছেন যে , চীনা ঐতিহ্যিক চিকিত্সায় এশিয় চিন্তাধারা ও সমাজে তার ব্যবহার সবই শিখতে পারা যায় । তাই তিনি দ্বিধা না করে পেইচিং চীনা ঐতিহ্যিক চিকিত্সা ও ওষুধ সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ে এসেছেন ।
ম্যাকেল বলেছেন , তিনি আগেই চীনা ঐতিহ্যিক চিকিত্সা সম্পর্কে কিছু জেনেছেন । তাঁর বাবা মা দু'জনই ডাক্তার । তাঁর মার পিঠে অনেক বছর ধরে ব্যাথা হয় । যদিও তিনি নিজেই একজন ডাক্তার , তবে এই রোগে নিজের চিকিত্সা নিজে করতে পারেন না । তিনি অবশেষে যুক্তরাষ্ট্রের একজন চীনা চিকিত্সাকের সাহায্য চান । কয়েকবার আকুপাঞ্চারের পর ম্যাকেলের মার পি ঠের ব্যাথা ভালো হয়েছে । ম্যাকেল বলেছেন , শুধু এক একটি ছোট ছোট রুপার সীবনী তাঁর মায়ের রোগের চিকিত্সা করেছে , তা ওষুধের চেয়ে অনেক ভালো । এখন যুক্তরাষ্ট্রে অনেক লোক চীনের আকুপাঞ্চারের মাধ্যমে রোগ চিকিত্সা করেন । পেইচিং চীনা ঐতিহ্যিক চিকিত্সা ও ওষুধ সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের উপ প্রধান ওয়াং ছিং কুও ম্যাকেলের কথা প্রমাণ করেছেন , তিনি বলেছেন , ৪০ বছর বয়সীর বেশি মার্কিন লোকের মধ্যে ৪০ শতাংশ চীনা ঐতিহ্যিক চিকিত্সা জানেন ।
এখন ম্যাকেল তার বন্ধুর বিশেষ ডাক্তার হয়েছেন । প্রথমে তার এক বন্ধুর ভালো ঘুম হতো না । ম্যাকেল তার অবস্থা দেখার পর আকুপাঞ্চার করে তার চিকিত্সা করেছেন । শুধু এক সপ্তাহ পর তার বন্ধুরা অবস্থা অনেক উন্নত হয়েছে ।
এদিকে আরেক জন বিদেশি ছাত্র চীনা ঐতিহ্যিক চিকিত্সা ছিখছে । তিনি একজন দক্ষিণ কোরিয়ান । তার নাম কিম চোং দোল । তিনি বলেছেন , যদিও তাঁর বাবা মা তার জন্য চীনে চীনা ঐতিহ্যিক চিকিত্সা শেখার সিদ্ধান্ত নিয়েছেন , তবে এখন তিনি মনে করেন , তাঁর বাবা মা এক সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কিম চোং দোল এখন পেইচিং চীনা চিকিত্সা ও ওষুধ সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রী করছেন । তার ছোট ঘরে দেখা যায় অনেক প্রাচীনকালের চীনের চীনা ঐতিহ্যিক চিকিত্সা বিষয়ক বই ।
কিম চোং দোল ২০০২ সালে পেইচিংয়ে লেখাপড়া করতে শুরু করেছেন । এখন তিনি যেন একজন পেইচিং লোকের মত স্পষ্টভাবে জানেন কোথায় পুরোনো বই কিনতে পাওয়া যায় । তিনি বলেছেন , ম্যাডিসিন সম্পর্কিত পুরোনো বই খুব মূল্যবান , তার চীনা ঐতিহ্যিক চিকিত্সা লেখার জন্য খুবই সহায়ক । বিশ্ববিদ্যালয়ে বন্ধুর মুখে তিনি এক জন ভালো ডাক্তার , দক্ষিণ কোরিয়ায় তিনি আত্মীয়স্বজনের বাসার বিশেষ অতিথি ।
ক্রমেই আরো বেশি লোক চীনা ঐতিহ্যিক চিকিত্সা কার্যত অনুভব করেছে বলে এখন বিশ্বে ৮টি দেশের আইনে চীনা ঐতিহ্যিক চিকিত্সাকে বৈধতা দেয়া হয়েছে । ১৬২টি দেশ ও অঞ্চল আকুপাঞ্চার চিকিত্সার উপায় গ্রহণও করেছে ।
পেইচিং চীনা ঐতিহ্যিক চিকিত্সা ও ওষুধ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা বিভাগের প্রধান ফু ইয়ান লিং বলেছেন , আরো বেশি দেশ ও অঞ্চল চীনা ঐতিহ্যিক চিকিত্সাকে স্বীকৃতি দিয়েছে । বৃটেনে এখন প্রায় ৪ বা ৫ হাজার চীনা ঐতিহ্যিক চিকিত্সা ক্লিনিক আছে । যুক্তরাষ্ট্রে , আকুপাঞ্চারকে চিকিত্সা ব্যবস্থায় অন্তর্ভূক্ত করা হয়েছে ।
|