৩১ অক্টোবরচীনের বিমান প্রযুক্তি আমদানি -রপ্তানি কোম্পানি সূত্রে জানা গেছে , এখন পর্যন্ত চীনের তৈরী ৩৮০টি বিমান আফ্রিকার ১৬টি দেশে রপ্তানি করা হয়েছে । এই সব বিমান আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক গঠনকাজে সাহায্য করেছে এবং তাদের প্রতিরক্ষা শক্তি বাড়িয়ে দিয়েছে ।
চীনের বিমান প্রযুক্তি আমদানি-রপ্তানি কোম্পানির উপপ্রধান ওয়াং তা উয়ে আমাদের সংবাদদাতাকে বলেছেন , আফ্রিকা দেশগুলোতে জঙ্গী ও বেসামরিক বিমান রপ্তানি চীনের হাই টেক পন্য রপ্তানির এক গুরুত্বপূর্ণ অংশ পরিণত হয়েছে । বিমান ছাড়া চীন উন্নত প্রযুক্তি রপ্তানির মাধ্যমে আফ্রিকার অনেক দেশে বিমান ও ইঞ্জিন মেরামত কেন্দ্র প্রতিষ্ঠা করেছে ।
ওয়াং তা উয়ে আরো বলেছেন , আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে চীন উপযুক্ত দামে ভালো গুনগত মানের বিমান রপ্তানি করেছে এবং বিমানের খরচ পরিশোধে নমনীয়তা দেখিয়েছে ।
|