৩১ অক্টোবর অষ্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় চীনের শাংহাইয়ে মহা সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করে। সিডনি বিশ্ববিদ্যালয়ের ৪৮জন শিক্ষক , কর্মকর্তা এবং ১৭০জনেরও বেশি স্নাতক ছাত্রছাত্রী এই সমাবর্তন অনুষ্ঠান উপস্থিত ছিলেন।
সিডনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাভিন ব্রাউন বলেছেন, অষ্ট্রেলিয়া ও চীনের মধ্যে গভীর মৈত্রী রয়েছে। দু'দেশেরই উচ্চ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ব্যাপক সহযোগিতার সুযোগ রয়েছে।
জানা গেছে, সিডনি বিশ্ববিদ্যালয় চীনের ছিংহুয়া বিশ্ববিদ্যালয়, পিকিং বিশ্ববিদ্যালয়সহ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাতটি গবেষণা ও শিক্ষা সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে।
|