v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-31 20:05:10    
ফু মি জাতির শিক্ষকদের ওয়েবসাইট

cri
    যখন সংবাদদাতা প্রথম বারের মতো স্যুং কুই হুয়ার সঙ্গে দেখা করলেন , তখন তিনি একাগ্রচিত্তে ইন্টারনেটের কাজে ব্যস্ত ছিলেন । তিনি অবিরামভাবে কাজ করছেন , কম্পিউটারে 'চীনের ফু মি সংস্কৃতি ওয়েবসাইট' নামে একটি ওয়েব পেজ্ দেখাচ্ছে । হাল্কা সবুজ রঙের ওয়েব পেজে কিছুটা লাবণ্য দেখা যাচ্ছে । ওয়েব সাইটের প্রতিষ্ঠাতা স্যুং কুই হুয়া সংবাদদাতার মনে গভীরভাবে ছাপ ফেলেছেন । আজ এই অনুষ্ঠানে এ সম্পর্কে আপনাদের কিছু বলছি আমি…

    স্যুং কুই হুয়া লম্বা নন । তিনি কিছুটা মোটা । শ্যামলা শরীরে ফু মি জাতির পুরুষদের অসাধারণ স্বভাব ফুটে উঠেছে । যখন সংবাদদাতা তার সঙ্গে কথাবার্তা বললেন , তখন তিনি বেশ কিছু ইন্টারনেটের পরিভাষা বললেন । এ সব পরিভাষা খুবই জনপ্রিয় । তার বয়স ৬০ বছরেরও বেশি ।

    স্যুং কুই হুয়া ফু মি জাতির লোক । যদিও এই জাতির লোকসংখ্যা অল্প এবং সামাজিক উন্নয়নও মন্থর রয়েছে , কিন্তু সংবাদদাতার সঙ্গে তার কথাবার্তায় ফু মি জাতির প্রতি তার ভালবাসাই ব্যক্ত হয়েছে । স্যুং কুই হু অনেক আগে থেকেই ফু মি জাতির উত্পত্তির ক্ষেত্রে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন । তখন তিনি ছিলেন দক্ষিণ-পশ্চিম চীনের ইউন নান প্রদেশের লান পিং জেলার একজন উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক ।

    সংবাদদাতা ফু মি জাতি ও এই জাতির উত্পত্তির ওপর খুব মনোযোগ দিলেন ।

    ফু মি জাতি বিষয়ক একটি বই রচনার জন্য স্যুং কুই হুয়াকে জেলা সরকার অনুরোধ করল । তদন্ত ও তথ্য সংগ্রহ করার জন্য তিনি ফু মি জাতি অধ্যুষিত অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন । অনুসন্ধান চালানোর পাশাপাশি তিনি ফু মি জাতির সাধারণ মানুষের সঙ্গে বহু আলাপ আলোচনা করলেন । এ সব অভিজ্ঞতার ভিত্তিতে স্যুং কুই হুয়া নিজের জাতি সম্পর্কে আরো বেশি জানতে পেরেছেন । ফলে তিনি এই সব অভিজ্ঞতা স্বজাতির লোকদের কাছে অবহিত করতে দৃঢ়প্রতিজ্ঞ হলেন । তিনি যা যা দেখেছেন ও শুনেছেন , তা সব কিছু এই গ্রন্থে অন্তর্ভুক্ত রয়েছে । কিন্তু তিনি লক্ষ্য করেন যে , বইয়ের মাধ্যমে প্রচারের ভূমিকা সীমাবদ্ধ । তিনি প্রচার করার আরো দ্রুত ও ব্যাপক একটি পথ অন্বেষণ করতে চাইলেন ।

    ২০০২ সালে স্যুং কুই হুয়া অবসর নেন । সহকর্মী ও বন্ধু-বান্ধবদের প্রভাবে তিনি কম্পিউটারের কাজ শুরু করলেন । তিনি প্রায়ই ইন্টারনেট থেকে কিছু প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে থাকেন । ধীরে ধীরে তিনি ইন্টারনেটের মাধ্যমে ফু মি জাতি সম্পর্কে প্রচার করার সিদ্ধান্ত নিলেন ।

    ইন্টারনেটের মাধ্যমে বেশ কিছু তথ্য প্রচার করা বা পাওয়া যায় । এই সব তথ্য বিভিন্ন ধরনের । ভিন্ন জাতির ভিন্ন ওয়েবসাইটও আছে । ইন্টারনেটের ভূমিকার সঙ্গে কোন বইয়ের তুলনা করা যায় না । সুতরাং তিনি একটি ওয়েবসাইট গড়ে তোলার সিদ্ধান্ত নেন ।

    স্যুং কুই হুয়া তার কার্যক্রম পরিবার পরিজনের কাছে জানিয়ে দিলেন । তার বড় মেয়ে স্যুং সু লান তাকে খুব সমর্থন করলেন । তখন বড় মেয়ে সদ্য বিয়ে করেছেন । তার যাবতীয় আমানত বাসা ও নতুন ইলেকট্রোনিক্স দ্রব্য কেনার জন্য খরচ করা হয়েছে । বাবার ফু মি জাতি প্রচার ও ওয়েবসাইট গড়ে তোলা সংক্রান্ত কার্যক্রম জানার পর তিনি দ্ব্যর্থহীনভাবে ১ হাজার ইউয়ান বাবাকে উপহার দিলেন ।

    ফু মি জাতির বহু পুরাকীর্তি ছিল । কিন্তু আগে অনেক লোক এ ব্যাপারে উদাসীনশীল ছিলেন । তবে ইতোমধ্যেই বহু মূল্যবান জিনিস হারিয়ে গেছে । ফু মি জাতির লিখিত ভাষা ছিল । ঐতিহাসিক তথ্য প্রচলনের জন্য মৌখিক প্রচারের উপর নির্ভর করা হতো । ফলে বেশ কিছু ঐতিহাসিক তথ্য নষ্ট হয়েছে ।

    পরিবার পরিজন ও অন্যান্য লোকের সাহায্যে স্যুং কুই হুয়ার ওয়েবসাইট শীগ্গিরই গড়ে উঠেছে । যেহেতু তিনি ফু মি জাতি সম্পর্কে ভাল জানেন , সেহেতু তিনি এই ওয়েবসাইটকে একটি নিখুঁত সাংস্কৃতিক ওয়েবসাইট হিসেবে গড়ে তুলেছেন ।

    ওয়েবসাইটের স্থাপনে স্যুং কুই হুয়া খুব আনন্দিত হয়েছেন । তিনি যেমন কম্পিউটার বিষয়ক জ্ঞান অধ্যয়ন করেছেন , তেমনি তথ্য ও ছবি সংগ্রহের জন্য ফু মি জাতির বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন । স্যুং কুই হুয়ার নিরলস প্রচেষ্টায় চীনের ফু মি সাংস্কৃতিক ওয়েবসাইট ফু মি জাতির রীতি-নীতি , উত্সব , জামা- কাপড় প্রচার বিষয়ক একটি পেশাগত সাংস্কৃতিক ওয়েবসাইটে পরিণত হয়েছে । এই ওয়েবসাইট ফু মি জাতি ও অন্যান্য জাতির নেট নাগরিকদের আর্কষণ করছে ।

    ওয়েবসাইটের কাজ ক্রমাগতভাবে বেড়ে যাওয়ায় স্যুং কুই হুয়া খুব খুশি হয়েছেন । কিন্তু ওয়েবসাইট চালানোর জন্য বড় অংকের অর্থ প্রয়োজন। অর্থাভাবের জন্য ওয়েবসাইট দারুণ বাধা-বিঘ্নের সম্মুখীন হচ্ছিল । এতে স্যুং কুই হুয়া মর্মাহত হলেন । তবে যখন তিনি দেখলেন অধিক থেকে অধিকতর নেট নাগরিক তার ওয়েবসাইটের কাজ সমর্থন করলেন , তখন তিনি অব্যাহতভাবে এই ওয়েবসাইট চালাতে দৃঢ়প্রতিজ্ঞ হলেন ।

    বহু যুবক যুবতী ওয়েবসাইটে বক্তব্য রেখেছেন । তারা ওয়েবসাইটকে যুবক যুবতীদের পরিবার বলে অভিহিত করেন । সুতরাং স্যুং কুই হুয়া মনে করেন যে , ওয়েবসাইট বন্ধ করলে বেশ কিছু যুবক যুবতী মর্মাহত হবেন । ফলে তিনি এই ওয়েবসাইট অব্যাহতভাবে চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন ।

    পরে স্যুং কুই হুয়া ওয়েবসাইট অব্যাহতভাবে চালানোর জন্য স্যুং কুই হুয়া বিভিন্ন মহল থেকে অর্থ সাহায্য চেয়েছেন । তার মাসিক অবসর ভাতা

    ছিল দু' হাজার ইউয়ান । এই ভাতার অর্ধেকাংশই ওয়েবসাইটের সংরক্ষণ ও মেরামতের কাজে ব্যবহৃত হতো । তার নিরলস প্রচেষ্টার ফলে স্যুং কুই হুয়ার ওয়েবসাইট অব্যাহত আছে ।

    নেট নাগরিক স্যুং ইউন হুয়া ইউন নান বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র । তিনিও ফু মি জাতির এক অধিবাসী । তিনি সংবাদদাতাকে বলেছেন , মিঃ স্যুং কুই হুয়া ফু মি জাতির সংস্কৃতি সম্প্রসারণে যে প্রচেষ্টা চালিয়েছেন , তাতে তিনি খুব মুগ্ধ হয়েছেন ।

    মিঃ স্যুং কুই হুয়া জাতির সংস্কৃতি প্রচারে আত্মনিয়োগ করেছেন । তার বংশধর হিসেবে আমার অন্তস্থল থেকে ভালবাসা ও শ্রদ্ধা প্রকাশ করছি ।

    যখন সংবাদদাতা স্যুং কুই হুয়ার বাসা থেকে চলে গেলেন , তখন অন্ধকার এল । স্যুং কুই হুয়ার মেয়ে সংবাদাদাতাকে বিদায় জ্ঞাপন করল । তিনি আবার কম্পিউটারের সামনে বসলেন , তার ওয়েবসাইটের স্বপ্ন অন্বেষণ শুরু করলেন ।