|
|
 |
| (GMT+08:00)
2006-10-31 19:23:19
|
 |
|
থাইল্যান্ডের সঙ্গে চীন সার্বিকভাবে কৌশলগত সহযোগিতার কার্যক্রম প্রণয়ন করতে ইচ্ছুক
cri
|
৩১ অক্টোবর গুয়াংসির নাননিংয়ে চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও বলেছেন, চীন থাইল্যান্ডের সঙ্গে উচ্চ পর্যায়ের আদান-প্রদান করতে এবং সার্বিকভাবে দু'দেশের কৌশলগত সহযোগিতার কার্যক্রম প্রণয়ন করতে ইচ্ছুক। তিনি বলেছেন, থাইল্যান্ড হচ্ছে চীনের প্রতিবেশী দেশ এবং গুরুত্বপূর্ণ সহযোগিতার অংশীদার। চীন সরকার থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ককেউচ্চ পর্যায়ের গুরুত্ব দেয়। দু'দেশের জনগণের জন্যে এ অঞ্চলের শান্তি ও উন্নয়ন ত্বরান্বিত করতে অবদান রাখার জন্যে চীন থাইল্যান্ডের সঙ্গে একত্রে প্রচেষ্টা চালাতে প্রস্তুত। চীন-আসিয়ান সংলাপ সম্পর্ক প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকী উদযাপনী শীর্ষ সম্মেলনে অংশ গ্রহণকারী থাইল্যান্ডের প্রধান মন্ত্রী প্রেম টিনসুলানোনডার সঙ্গে সাক্ষাত করার সময় ওয়েন চিয়া পাও এ কথা বলেছেন। সাক্ষাতকালে প্রধান মন্ত্রী প্রেম টিনসুলানোনডা বলেছেন, থাইল্যান্ড আশা করে, দু'দেশের মধ্যে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। তা ছাড়া, দু'দেশের লোকজনের সফর বিনিময়ের আরও ভাল সুযোগ সৃষ্টি করার জন্যে দু'দেশের মধ্যে পরিবহণ যোগাযোগ জোরদার করতে হবে।
|
|
|