|
|
(GMT+08:00)
2006-10-31 19:14:05
|
সাহারা মরুভূমির দক্ষিণ দিকের আফ্রিকান দেশগুলোর অর্থনীতির দ্রুত বৃদ্ধি
cri
৩০ অক্টোবর বিশ্ব ব্যাংক প্রকাশিত এক রির্পোটে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে সাহারা মরুভূমির দক্ষিণের আফ্রিকান দেশগুলোর অর্থনীতি দ্রুত গতিতে উন্নতি হয়েছে এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের সঙ্গে তাদের ব্যবধান কমানোর সম্ভাবনাও রয়েছে। যদিও উন্নয়নের মান ভারসাম্যহীন। এ রির্পোটে বলা হয়েছে, ২০০৫ সালে এ অঞ্চলের মোট লোকসংখ্যার ৬৫ শতাংশ ২৩টি দেশের গড় অর্থনীতির বৃদ্ধি হার ৫ .৫ শতাংশেরও বেশী । এ সব দেশের মধ্যে সাতটি তেল রফতানিকারী দেশের গড় অর্থনীতির বৃদ্ধি হার ৭.৪ শতাংশেরও বেশী । ১৬টি অ-তেল রফতানিকারী দেশের গড় অর্থনীতির বৃদ্ধি হার ৫ শতাংশেরও বেশী বেড়েছে। বিশ্ব ব্যাংকের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরামনে করেন, আফ্রিকার অর্থনৈতিকউন্নয়নের ভবিষ্যত সে সব দেশের উপর নির্ভর করবে যাদের তেল রফতানি করার ক্ষমতা নেই। কারণ সে সব দেশ কেবল প্রাকৃতিক সম্পদ রফতানিতে অর্থনৈতিক বৃদ্ধি বাস্তবায়নের কাঠামো থেকে রেহাই পেয়েছে।
|
|
|